‘মুখোশ’ সিনেমা দেখার দরকার নেই, যদি...
“গান ট্রেলার ভালো না লাগলে হলে গিয়ে ‘মুখোশ’ সিনেমা দেখার দরকার নেই” বলে মন্তব্য করেছেন সিনেমাটির নির্মাতা ইফতেখার শুভ। তবে, নির্মাতার বিশ্বাস—গান-ট্রেলার দর্শকদের ভালো লাগবে।
রোববার সন্ধ্যায় বনানীর হেক্সা ডাইন রেস্টুরেন্টে সিনেমাটির টাইটেল গান প্রকাশ অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন এ তরুণ নির্মাতা।
আয়োজনে ইফতেখার শুভ বলেন, ‘টাইটেল গান দেখে দর্শক গল্প সম্পর্কে একরকম ধারণা নিচ্ছেন। ১০ তারিখের দিকে ট্রেলার আসছে, সেটা দেখে অন্য আরেক ধারণা পাবেন। আবার পুরো সিনেমা দেখলে আরেকরকম স্বাদ পাবেন। দুই বছর ধরে কাজটি লালনপালন করেছি। ২১ জানুয়ারি দর্শকদের কাছে পৌঁছে দিতে যাচ্ছি।’
‘মুখোশ’ শিরোনামের টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন মাইনুল আহসান নোবেল। আব্রাহাম তামিমের কথায় গানটির সংগীতায়োজন করেছেন আহমেদ হুমায়ূন। রোমান্টিক গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কণা। আব্রাহাম তামিমের কথায় এর সংগীতায়োজন ইমন চৌধুরীর। সেটিও শিগগিরই প্রকাশ হবে।
২১ জানুয়ারি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ২০১৯-২০ অর্থ বছরে সরকারী অনুদান প্রাপ্ত সিনেমা ‘মুখোশ’। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মোশাররফ করিম, রোশান, পরীমনি, আবুল কালাম আজাদ, রাশেদ অপু, প্রাণ রায় প্রমুখ।
গান উন্মোচনে উপস্থিত থেকে পরী মণি বলেন, ‘গানটি আমার ভক্ত-শুভাকাঙ্ক্ষী সবার জন্য গিফট। সিনেমায় আমি একজন ক্রাইম রিপোর্টারের চরিত্রে অভিনয় করেছি যার নাম সোহানা। কাজটির মধ্যে অনেক আন্তরিকতা ছিল। যে কাজে আন্তরিকতা থাকে বিশ্বাস করি কাজটি ভালো হয়।’
চিত্রনায়ক রোশান বলেন, ‘সিনেমাটির সঙ্গে আবেগ জড়িয়ে আছে। মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে অভিনয়ের ইচ্ছে ছিল। তার থেকে শিখতে চেয়েছিলাম। সে সুযোগ পেয়েছি।’
সিনেমাটির পরিবেশনার দায়িত্ব নিয়েছে ‘মিশন এক্সট্রিম’খ্যাত প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান কপ ক্রিয়েশন।