মে মাসে এই ১০ সিনেমা যত কোটি টাকা আয় করেছিল
স্বাভাবিক সময়ে বলিউড আর বক্স অফিস এ দুটো শব্দ একে অন্যের পরিপূরক ছিল। কিন্তু দীর্ঘ দিন করোনা মহামারির কারণে ভারতে প্রেক্ষাগৃহ বন্ধ। কিন্তু আমরা যদি পেছনে ফিরে তাকাই, তাহলে দেখতে পাব বক্স অফিসে কোটি-কোটি টাকা আয় করেছে বেশ কিছু সিনেমা। সেসব নিয়ে তখন কত মাতামাতি।
ভারতের গণমাধ্যম কইমই ডটকম এমন ১০টি সিনেমার তালিকা করেছে, যে সিনেমাগুলো মে মাসে (মুক্তিপ্রাপ্ত) বেশ অর্থ সংগ্রহ করেছিল বক্স অফিসে। সেই তালিকায় রয়েছেন রণবীর কাপুর, কঙ্গনা রনৌত, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন। বাদ যাননি প্রয়াত ইরফান খানের সিনেমাও। আসুন, সেসব সিনেমা সম্পর্কে এক ঝলকে দেখে নিই—
ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি (২০১৩)
রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনের অন্যতম সেরা সিনেমা এটি। ধর্ম প্রোডাকশনের এই সিনেমা দর্শক গ্রহণ করেছিলেন। আর এর ফলে বক্স অফিসে এ সিনেমা সংগ্রহ করে ১৯০.০৩ কোটি রুপি।
তনু ওয়েডস মনু রিটানর্স (২০১৫)
কঙ্গনা রনৌতের সেরা হিট সিনেমা এটি। কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছিলেন আর মাধবন। এ সিনেমায় কঙ্গনার পারফরম্যান্স ছিল দুর্দান্ত। শুধু ভারতের বক্স অফিসে এ সিনেমা সংগ্রহ করে ১৫২ কোটি রুপি।
রাজি (২০১৮)
কীভাবে আলিয়া ভাট পাকা অভিনেত্রী হলেন, তা যদি জানতে চান, তবে অবশ্যই আপনাকে এ সিনেমাটি দেখতে হবে। তাঁর দুর্দান্ত অভিনয় দর্শকমনে দাগ কেটেছিল। বক্স অফিসে এ সিনেমা সংগ্রহ করেছিল ১২৩.১৭ কোটি রুপি।
দে দে পেয়ার দে (২০১৯)
শুধু অজয় দেবগনের জন্য নয়, দর্শক আজও মজা খুঁজে পান এই সিনেমাটি দেখে। অবশ্য এ সিনেমায় টাবু ও রাকুল প্রীত সিংও দুর্দান্ত অভিনয় করেছিলেন। এ সিনেমা বক্স অফিসে ১০২.৪০ কোটি রুপি সংগ্রহ করেছিল।
গাব্বার ইজ ব্যাক (২০১৫)
অক্ষয় কুমার ছাড়া যেন যেকোনো তালিকাই অসম্পূর্ণ! অক্ষয়ের এ সিনেমা বক্স অফিসে সংগ্রহ করেছিল ৮৬ কোটি রুপি।
পিকু (২০১৫)
একই পর্দায় যখন অমিতাভ বচ্চন, ইরফান খান ও দীপিকা পাড়ুকোনকে দেখা যাবে, তখন সে নিয়ে আর কথা বাড়িয়ে লাভ কী। বক্স অফিসে এ সিনেমা আয় করেছিল ৭৯.৯২ কোটি রুপি।
স্টুডেন্ট অব দ্য ইয়ার টু (২০১৯)
এ সিনেমার মাধ্যমে অনন্যা পান্ডে ও তারা সুতারিয়ার অভিষেক হয়েছিল। কেন্দ্রীয় ভূমিকায় ছিলেন টাইগার শ্রফ। সিনেমাটি মিশ্র প্রতিক্রিয়া পেলেও বক্স অফিসে সংগ্রহ করেছিল ৭০.৬৬ কোটি রুপি।
হিন্দি মিডিয়াম (২০১৭)
ইরফান খানের অন্যতম সেরা সিনেমা এটি। বাজেট অল্প হলেও এ সিনেমা বক্স অফিসে ভালো আয় করেছিল আর তার অঙ্ক ৬৯ কোটি রুপি।
শুটআউট অ্যাট ওয়াদালা (২০১৩)
দর্শকের জন্য সব সময় পপকর্ন ছিল সঞ্জয় গুপ্তের সিনেমা। জন আব্রাহামের এই সিনেমাটি বক্স অফিসে সংগ্রহ করেছিল ৬২ কোটি রুপি।
হাফ গার্লফ্রেন্ড (২০১৭)
সিনেমাটির গানগুলো আজও মানুষ শোনেন। শ্রদ্ধা কাপুর ও অর্জুন কাপুরের রসায়ন তরুণকুলে সাড়া ফেলেছিল। বক্স অফিসে এ সিনেমা সংগ্রহ করেছিল ৬০ কোটি রুপি।