মৌসুমী ডিপজলকে বলেছেন, ‘জায়েদ আমার ছোট ভাই লাগে’
চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে নায়িকা মৌসুমীকে হয়রানি, বিরক্ত করার পাশাপাশি সংসার ভাঙার কৌশলের অভিযোগ করেছেন মৌসুমীর স্বামী চিত্রনায়ক ওমর সানি। রোববার সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি বরাবর শিল্পী সমিতির কার্যালয়ে উপস্থিত হয়ে এই অভিযোগ জানিয়েছেন তিনি।
সেখানে ওমর সানি একই অভিযোগ অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের কাছে জানিয়েও সমাধান পাননি বলে উল্লেখ করেছেন।
এমন অভিযোগ প্রসঙ্গে মনোয়ার হোসেন ডিপজল কথা বলেছেন এনটিভি অনলাইনের সঙ্গে। আজ রোববার (১২ জুন) রাত সাড়ে ১০টার দিকে ডিপজল বলেন, ‘মৌসুমীর সঙ্গে আমার কথা হয়েছে, সে সরাসরি একটা কথাই বলেছে... মৌসুমী যা বলছে সেটা বিতর্কের কিছু নেই, বলারও কিছু নেই। মৌসুমীরটা সে নিজে বলবে...।’
এমন একটা বিষয় আপনাকে জানানোর পরও কেন সমাধান করা গেল না, এমন প্রশ্নে ডিপজলের উত্তর, ‘মৌসুমী আমাকে স্পষ্ট বলছে জায়েদ আমার ছোট ভাই লাগে, অবশ্যই জায়েদ ছোট ভাই... মৌসুমীর লগে কিভাবে... কথা বা... ওই টাইপের কথা হওয়ার কথা না...। ব্যক্তি মৌসুমী একটা জায়গায় চলে গেছে...। এটা আমার কথা, মৌসুমীরও কথা।’
ছেলের বিয়েতে চড় ও পিস্তলকাণ্ড প্রসঙ্গে মনোয়ার হোসেন ডিপজলের দাবি, ‘যেটা নিয়ে বিতর্ক হচ্ছে, আমার জানামতে কোথাও ঝগড়া হয়নি। এটা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন; মারামারি-ঝগড়া হলে সেটা আমার কানে আসত। আর যে টাইম বলা হচ্ছে তখন আমারা খাইতে বসছি ১০-১২ জন, রোজিনা ম্যাম ছিল, অঞ্জনা ছিল...।’
এর আগে অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের ছেলের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানিকে পিস্তল বের করে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে।
শুক্রবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে উপস্থিত থাকা কয়েক জনের দাবির পরিপ্রেক্ষিতে গণমাধ্যমের খবর, কয়েক দিন আগে মৌসুমীর সঙ্গে জায়েদ খান খারাপ আচরণ করেছেন। সে কারণে অনুষ্ঠানে ঢুকেই ওমর সানি সরাসরি জায়েদ খানকে চড় মারেন। তারপর জায়েদ এমন কাণ্ড ঘটিয়েছেন।