‘যন্ত্রণা’য় যোগ দিয়েছেন জাহারা মিতু
ঢাকার শাকিব খান এবং কলকাতার দেবের পর এবার চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর নায়িকা হচ্ছেন জাহারা মিতু। সিনেমার নাম ‘যন্ত্রণা’। দ্বিতীয় লটের শুট শুরুর আগে এমন তথ্য জানিয়েছেন সিনেমাটির পরিচালক অপূর্ব রানা।
অপূর্ব রানা এনটিভি অনলাইনকে বলেছেন, ‘বাপ্পী-মিতু দুজনের লুক সেট নিয়ে ফটোশুট করেছি। সব ঠিক থাকলে পর্যটন এলাকায় ২২ জুন থেকে দ্বিতীয় লটের শুট করার কথা ভাবছি। তবে সেটা নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর।’
এর আগে চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি নায়িকা চূড়ান্ত না করে কেবল নায়ক বাপ্পি চৌধুরীকে নিয়েই সিনেমাটির শুট শুরু হয়।
সিনেমাটি প্রসঙ্গে জাহারা মিতুর ভাষ্য, সিনেমায় অনিমা চরিত্রে দেখা যাবে তাঁকে। ধনীর দুলালি এই তরুণীকে নিয়েই এগিয়ে যাবে গল্প। তবে এটি নারীকেন্দ্রিক সিনেমা নয়।
জাহারা মিতু এর আগে শাকিব খানের বিপরীতে ‘আগুন’ এবং পশ্চিমবঙ্গের অভিনেতা দেবের সঙ্গে ‘কমান্ডো’ সিনেমায় অভিনয় করেছেন। যদিও নানা জটিলতায় সিনেমা দুটির ভবিষ্যৎ অনিশ্চিত।
২০১৭ সালে ‘সুপারমডেল বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন জাহারা মিতু। এ ছাড়া ২০১৯ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় তিনি প্রথম রানারআপ হয়েছিলেন।