যে কারণে রোজা রাখছেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়
কলকাতার টিভি ও চলচ্চিত্র অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় রমজানজুড়ে রোজা রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ব্রাহ্মণ পরিবারের সন্তান হয়েও এই অভিনেতার রোজা রাখার কারণটাও মুগ্ধ করার মতো।
কলকাতার আনন্দবাজার পত্রিকাকে দেওয়া ভাস্বরের ভাষ্যটা এমন, ‘মন থেকে চাই হিন্দু-মুসলিম এক হোক। একসঙ্গে সবাই সব পরব মানুন।’
ভাস্বর চট্টোপাধ্যায় প্রথম রোজা উৎসর্গ করেছেন কাশ্মীরীদের জন্য, আর ইন্ডাস্ট্রিতে কাজ করা সমস্ত মুসলিম মেকআপ আর্টিস্টদের। তাঁর কথাটা এমন, ‘আমাদের ইন্ডাস্ট্রির অনেক মুসলিম মেকআপ আর্টিস্ট, ড্রেসার রোজা রেখে কাজ করেন দিনের পর দিন। আমি না হয় আমার মতো করে ওঁদের প্রতি আমার ভালোবাসা, সম্মান ফেরত দিলাম!’
লোকনাথ ব্রহ্মচারীর কাছ থেকে এমন সিদ্ধান্তের অনুপ্রেরণা পেয়েছেন ভাস্বর চট্টোপাধ্যায়। তাঁর ভাষ্যটা এমন, ‘লোকনাথ বাবা নিজেও নাকি কোরআন পাঠ করতেন। এই আচরণ আমায় ছুঁয়ে গিয়েছিল। তাঁর থেকে অনুপ্রাণিত হয়েই আমার এই পদক্ষেপ।’