রণবীর-আলিয়ার বিয়ে পৈতৃক বাড়িতে, অতিথি ৪৫০
দীর্ঘদিনের গুঞ্জন লম্বা হয়েছে; নভেম্বর-ডিসেম্বর ঘুরে এসেছে নতুন বছরের নয়া তারিখ। তবুও বিয়ের বিয়ের পিঁড়িতে বসেননি বলিউডের অন্যতম জনপ্রিয় প্রেমিকযুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট।
এবারের গুঞ্জন বেশ জোরেশোরে, এপ্রিলেই কাপুর পরিবারের বধূ হচ্ছেন আলিয়া ভাট।
গুঞ্জনের নতুন বাতাস লাগিয়েছে বলিউডভিত্তিক পোর্টাল পিঙ্কভিলা। এক বিশেষ প্রতিবেদনে গণমাধ্যমটি রণবীর-আলিয়ার বিয়ের ভেন্যু, অতিথি সংখ্যা থেকে শুরু করে জানিয়েছে বিয়ের সম্ভাব্য তারিখ।
পোর্টালটির দাবি, মুম্বাইয়ের পূর্বাঞ্চলের চেম্বুরে রণবীরের পৈতৃক বাড়িতে (আর কে হাউস) অনুষ্ঠিত হতে যাচ্ছে বিয়ে। ভেন্যু চূড়ান্ত করেছেন রণবীর নিজেই। তাঁর বাবা-মা ঋষি কাপুর ও নীতু কাপুর ১৯৮০ সালে এই আর কে হাউসে বিয়ে করেছিলেন। বিয়েতে অতিথি-সংখ্যা ৪৫০ জন।
বিয়ের তারিখ প্রসঙ্গে পোর্টালটি জানিয়েছে, অতিথিদের এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে নিজেদের ফ্রি (কাজমুক্ত) রাখতে বলা হয়েছে। ভাবছেন, কেন বিয়ের তারিখ এখনও চূড়ান্ত হয়নি? ঠিকই, কাপুররা এপ্রিলের শেষে বিয়েতে আগ্রহী ছিল, কিন্তু আলিয়া ভাটের দাদা নরেন্দ্র নাথ রাজদানের স্বাস্থ্যসমস্যার কারণে ভাট পরিবার এটি যত তাড়াতাড়ি সম্ভব করতে চায়।
রণবীর-আলিয়ার বিয়ের খবর প্রসঙ্গে এখনও আনুষ্ঠানিক কোনও ঘোষণা আসেনি কারও পক্ষ থেকে।
যদিও বিয়ের গুঞ্জন প্রসঙ্গে সম্প্রতি রণবীর এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘আমাকে পাগল কুকুরে কামড়ায়নি যে বিয়ে নিয়ে কথা বলব। বিয়ের দিন সংবাদমাধ্যমকে জানাব। তবে হ্যাঁ, আমরা শিগগিরই বিয়ে করব।’