রণবীর-আলিয়ার বিয়ে ১৪ নাকি ১৭ এপ্রিল?
এপ্রিলেই কাপুর পরিবারের বধূ হচ্ছেন আলিয়া ভাট; এমন জোর গুঞ্জন বলিউড পাড়ায়। আলোচিত এই বিয়ের ভেন্যু ও সম্ভাব্য তারিখও প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো।
সেটা এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ। এবার ভারতের অন্যতম শীর্ষ গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বিশেষ প্রতিবেদন, ১৭ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউডের অন্যতম জনপ্রিয় প্রেমিকযুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট।
এক ঘনিষ্ঠ সূত্রের বরাতে গণমাধ্যমটির দাবি, ১৭ এপ্রিল বেশ গোপনীয়তায় বিবাহের পরিকল্পনা করা হয়েছে। মুম্বাইয়ের পূর্বাঞ্চলের চেম্বুরে রণবীরের পৈতৃক বাড়িতে (আর কে হাউস) অনুষ্ঠিত হতে যাচ্ছে বিয়ে। এখন চলছে পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের সঙ্গে বিয়ের দাওয়াতের পরিকল্পনা।
তবে ফিল্মফেয়ার তাঁদের এক বিশেষ প্রতিবেদনে ঘনিষ্ঠ সূত্রের এটাও দাবি করেছে, এই জুটির বিয়ে ১৪ এপ্রিল। তবে বিয়ের ভেন্যু একই আছে।
অন্যদিকে, বলিউডভিত্তিক পোর্টাল পিঙ্কভিলা এক বিশেষ প্রতিবেদনে জানিয়ে, রণবীর-আলিয়ার বিয়ের অনুষ্ঠান পাঁচদিন ব্যাপী। বিবাহের উৎসব ১৩ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই সময়ের মধ্যে, সঙ্গীত এবং মেহেন্দি অনুষ্ঠানগুলিও নির্ধারিত রয়েছে।
এর আগে বলিউডভিত্তিক পোর্টাল পিঙ্কভিলা এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছিল, কাপুররা এপ্রিলের শেষে বিয়েতে আগ্রহী ছিল, কিন্তু আলিয়া ভাটের দাদা নরেন্দ্র নাথ রাজদানের স্বাস্থ্যসমস্যার কারণে ভাট পরিবার এটি যত তাড়াতাড়ি সম্ভব করতে চায়। বিয়েতে অতিথি-সংখ্যা ৪৫০ জন। ভেন্যু চূড়ান্ত করেছেন রণবীর নিজেই। তাঁর বাবা-মা ঋষি কাপুর ও নীতু কাপুর ১৯৮০ সালে এই আর কে হাউসে বিয়ে করেছিলেন।
রণবীর-আলিয়ার বিয়ের খবর প্রসঙ্গে এখনও আনুষ্ঠানিক কোনও ঘোষণা আসেনি কারও পক্ষ থেকে।