রণবীর-আলিয়ার রিসেপশন পার্টি তাজমহল প্যালেসে!
বলিউডের অন্যতম জনপ্রিয় প্রেমিকযুগল রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে এখন টক অব দ্য বি-টাউন। তবে বিয়ের তারিখ নিয়ে বিভক্ত ভারতীয় সংবাদমাধ্যম। তবে বেশির ভাগ শীর্ষ সংবাদমাধ্যম বলছে, ১৪ এপ্রিল হতে যাচ্ছে রাজকীয় বিয়ে। সেই হিসাবে বিয়ের মাত্র চার দিন বাকি।
বলিউডভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, ১৪ এপ্রিল পরিবারের সদস্যদের উপস্থিতিতে বেশ গোপনীয়তায় রণবীর-আলিয়ার বিয়ে হবে। এ যুগলের একজন ঘনিষ্ঠ বন্ধু বলিউড হাঙ্গামার প্রতিবেদককে বলেছেন, ১৪ এপ্রিল আলিয়ার বাসভবনে বিয়ের আয়োজন সম্পন্ন হবে। বিয়েতে উপস্থিত থাকবেন এ যুগলের পরিবারের নিকট-সদস্যরা। পরদিন ১৫ এপ্রিল সন্ধ্যায় আলিয়া ও রণবীরের সৌজন্যে হবে ফ্যামিলি ডিনার, যেখানে পরিবারের আরও সদস্য যুক্ত হবেন। আর ১৬ এপ্রিল আয়োজন হবে রিসেপশনের, যেখানে আলিয়া-রণবীরের বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের নিমন্ত্রণ করা হবে।
টাইমস অব ইন্ডিয়া বলছে, আলিয়ার কাকা রবিন ভাট নিশ্চিত করেছেন ১৪ এপ্রিল বিয়ে হচ্ছে। বিয়ের আয়োজন হবে টানা চার দিন।
তবে বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলা বলছে, ১৫ এপ্রিল হচ্ছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের রূপকথার বিয়ে। আর বিয়ের পর রাজকীয় বিবাহোত্তর সংবর্ধনা হবে মুম্বাইয়ের তাজমহল প্যালেসে। ভারতীয় সময় রাত ৯টায় এই পাঁচতারকা হোটেলের বলরুমে শুরু হবে রিসেপশন পার্টি।
রণবীরের ঘনিষ্ঠ সূত্র পিঙ্কভিলাকে জানিয়েছে, বিবাহোত্তর সংবর্ধনা ১৭ এপ্রিল তাজমহল প্যালেসে হতে পারে। আলিয়া ও রণবীর কাজে ফিরতে চান। কিন্তু তার আগে বিয়ের যাবতীয় আয়োজন সেরে ফেলতে চান দুজন। ৮ এপ্রিল রাতে আলিয়া ও রণবীর ওই হোটেল পরিদর্শনে গিয়েছিলেন এবং তাঁরা রিসেপশনের জন্য হোটেল বুক করেছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, রিসেপশনে সিদ্ধার্থ মালহোত্রা, হৃতিক রোশন থেকে ক্যাটরিনা কাইফ ও রানি মুখার্জি হাজির হবেন। ইন্ডাস্ট্রির প্রায় সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে।
এরই মধ্যে রণবীর-আলিয়ার বাড়ির অন্দরসজ্জার কাজ শুরু হয়ে গেছে। প্রস্তুতি চলছে শেষ পর্যায়ের। শোনা যাচ্ছে, বিয়েতে সব্যসাচীর পোশাকে সাজবেন আলিয়া। অন্যদিকে, মনীশ মালহোত্রার পোশাক পরবেন রণবীর।
এর আগে বলিউড লাইফের প্রতিবেদনে বলা হয়, বিয়েতে খাবারের বিশাল আয়োজন থাকছে। কাপুরের পরিবারের সদস্যরা ভোজনরসিক। রণবীরের মা নীতু কাপুর দিল্লি ও লক্ষ্ণৌ থেকে ছেলের বিয়ের জন্য বিশেষ পাচককে আমন্ত্রণ করেছেন। থাকবে দেশি ও আন্তর্জাতিক সুস্বাদু পদ। আলাদা দিল্লি কাউন্টার থাকবে। যেহেতু নিরামিষভোজী আলিয়া, তিনি নিরামিষ খাবেন এবং নিরামিষভোজীদের জন্য অতিরিক্ত ২৫টি কাউন্টার থাকবে। থাকবে নিরামিষ সব সুস্বাদু পদ।
বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁদের মধুচন্দ্রিমা পরিকল্পনার বিভিন্ন খবর প্রকাশ পাচ্ছে। কেউ বলছে বিয়ের পর সুইজারল্যান্ডের তুষারাবৃত আল্পস পর্বত এলাকায় মধুচন্দ্রিমা সারবেন রণবীর-আলিয়া। অপর প্রতিবেদন বলছে, এ যুগল তাঁদের প্রিয় স্থান আফ্রিকায় মধুচন্দ্রিমা উদযাপন করবেন। রণবীর-আলিয়ার মধুচন্দ্রিমা দীর্ঘ হবে না। কারণ, বেশ কয়েকটি সিনেমার শুটের শিডিউল দেওয়া আছে দুজনেরই।