রাকিবের জন্মদিন রাঙাতেই মধ্যরাতে বিয়ে করেছেন মাহি
মধ্যরাতে বিয়ের পিঁড়িতে বসেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। সময়টা ১৩ সেপ্টেম্বর রাত ১২টা পাঁচ মিনিটে। মধ্যরাতে নায়িকার বিয়ের কী হেতু?
সেই হেতু খুঁজতে গিয়ে জানা গেল, দীর্ঘদিনের প্রেমিক রাকিব সরকারের জন্মদিন আজ ১৩ সেপ্টেম্বর। সে দিনেই প্রিয়জনকে নিজের করে পেতে মধ্যরাতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন নায়িকা। বিয়ের পর আয়োজন করে কাটা হয়েছে জন্মদিনের কেকও। এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন মাহিয়া মাহির এক ঘনিষ্ঠ সূত্র।
এ ছাড়া মাহির স্বামী রাকিব সরকারের ফেসবুকও বলছে আজ তাঁর জন্মদিন। রাকিব সরকার গাড়ি ব্যবসায়ী এবং গাজীপুরের রাজনীতিক। এটি দুজনেরই দ্বিতীয় বিয়ে।
সম্প্রতি মাহি ফেসবুকে জানান, ১৩ সেপ্টেম্বর ভক্ত ও দর্শককে সারপ্রাইজ দেবেন। সেই সারপ্রাইজ কী, সেই আলোচনায় উঠে আসে রাকিব সরকারের সঙ্গে বেশ কিছু ছবি ও বিয়ে প্রসঙ্গ।
চলতি বছরের ২৩ মে স্বামী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে পাঁচ বছরের সংসারজীবনের ইতি টেনেছেন বলে ফেসবুকে জানান মাহি।