রাজ-মিমের রোমান্স, শ্রুতিমধুর ‘চলো নিরালায়’
প্রেমে/ হাসিয়া/ ভাসিয়া/ উতলা হাওয়ায়/ চলো নিরালায়/ চলো নিরালায়... ‘পরাণ’ সিনেমার ‘চলো নিরালায়’ গানের শুরুর কয়েকটি লাইন। গতকাল সোমবার এটি প্রকাশের পর থেকে দর্শক-শ্রোতারা ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন।
সিনেমাটির প্রধান দুই অভিনয়শিল্পী শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিমের দারুণ রসায়ন নিয়ে সাজানো হয়েছে ‘চলো নিরালায়’ গানের দৃশ্য। গানের সুবাদে এই জুটিকে বড় পর্দায় দেখার আগ্রহ বেড়ে গেছে দর্শকদের। বখাটে তরুণের ভূমিকায় রাজ এবং মধ্যবিত্ত পরিবারের সাধারণ মেয়ের সাজে মিমের প্রশংসা করছেন দর্শক। তাঁদের খুনসুটি, প্রাণচাঞ্চল্য, পাগলামিসহ সবই নজর কেড়েছে।
গানটি গেয়েছেন অয়ন চাকলাদার ও আতিয়া আনিসা। এবারই প্রথম একসঙ্গে মৌলিক গানে কণ্ঠ দিলেন তাঁরা। এটি অয়নের প্রথম প্লেব্যাক। তবে চলচ্চিত্রে এ নিয়ে আনিসার গাওয়া গানের সংখ্যা দাঁড়াল সাত।
দুই কণ্ঠশিল্পী ‘চলো নিরালায়’ নিয়ে উচ্ছ্বসিত। ফেসবুকে লাইভে এসে তারা বলেন, ‘গানটি একবার শুনলেই ভালো লাগছে শ্রোতাদের। যাঁরাই শুনছেন, সবাই ইতিবাচক সাড়া দিচ্ছেন। সত্যি বলতে প্রশংসায় ভাসছি আমরা। আনন্দের বিষয় হলো, ভালো একটি সিনেমায় গানটা আছে।’
‘চলো নিরালায়’ গানটির কথা লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ। লাইভ টেকনোলজিসের ইউটিউব চ্যানেলে এটি শোনা যাচ্ছে।
সিনেমাটির পরিচালক ঈদে মুক্তির ঘোষণা দিলেও প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজিস বলছে, সেন্সরে জমা পড়েছে, ছাড়পত্র পেলেই ঈদে মুক্তির পরিকল্পনা আছে তাঁদের। সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ পরিচালক রায়হান রাফি।