‘রাধে’ নিয়ে রিভিউ, মানহানির মামলা ঠুকলেন সালমান
বলিউড সুপারস্টার সালমান খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ ঈদে মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভ ও জিপ্লেক্সে। ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা মুক্তি দিয়ে ভিউয়ের রেকর্ড গড়েছেন বলিউড ভাইজান। মুক্তির প্রথম দিনে সিনেমাটি দেখেছেন ৪২ লাখ দর্শক। তবে সালমানের এবারের ঈদের সিনেমা নিয়ে হতাশা প্রকাশ করেছেন অনেক চিত্রসমালোচক।
সেই তালিকায় ছিলেন ভারতের খ্যাতিমান চলচ্চিত্র সমালোচক, অভিনেতা ও প্রযোজক কমল রশিদ খান, যিনি কেআরকে নামে অধিক পরিচিত। অন্তর্জালে ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমাটি নিয়ে ‘নেতিবাচক’ রিভিউ করেছেন তিনি। যেখানে ‘রাধে’ সিনেমা দেখে ব্যঙ্গাত্মকভাবে কাঁদতে দেখা গেছে কমল রশিদ খানকে।
আর তাতেই চটেছেন বলিউড ভাইজান। ইন্ডিয়া ডটকম, মুম্বাই মিররসহ একাধিক ভারতীয় গণমাধ্যমের খবর, মুম্বাই আদালতে ‘রাধে’ নিয়ে নেতিবাচক রিভিউয়ের কারণে কমল রশিদ খানের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন সালমান খান।
অন্তর্জালে একটি আইনি নোটিশের কপি যুক্তি করে টুইটারে এই সমালোচক লিখেছেন, ‘প্রিয় সালমান খান, এই মানহানির মামলাই প্রমাণ করে আপনি হতাশ এবং নিরাশ। আমি আমার অনুসারীদের জন্য রিভিউ দিয়েছি, আমি আামার কাজ করেছি। আমাকে আপনার সিনেমার পর্যালোচনা করতে বাধা দেওয়ার পরিবর্তে আপনার উচিত আরও ভালো সিনেমা করা। আমি সত্যের জন্য লড়েই যাব! ধন্যবাদ এই মামলার জন্য।’
আরেক টুইটে মামলাটি নিয়ে উপহাস করে তিনি লেখেন, ‘আদালতে মামলাটির শিরোনাম খুব ভালো লাগবে, খান বনাম খান’!
তবে সবশেষ কমল রশিদ খান জানিয়েছেন, তার রিভিউয়ের কারণে যেহেতু সালমান খানের সিনেমার ক্ষতি হচ্ছে, তাই ভবিষ্যতে তিনি আর সালমানের সিনেমার রিভিউ করবেন না।
প্রভু দেবা পরিচালিত ‘রাধে’ এ বছরের সবচেয়ে আলোচিত সিনেমা। এই সুপারস্টারকে সবশেষ ২০১৯ সালে ‘দাবাং থ্রি’ সিনেমায় দেখা গিয়েছিল। ‘রাধে’ সিনেমায় সালমান খানের নায়িকা দিশা পাটানি। এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রণদীপ হুদা ও জ্যাকি শ্রফকে।