রেকর্ড গড়তে যাচ্ছেন শাহরুখ : প্রথমদিনে অগ্রিম টিকিট বিক্রি হলো কয়টা?
১৪৯৬ দিন পর শাহরুখ খান ফিরছেন ২৫ জানুয়ারি। বলিউড বাদশাহর ফেরার আয়োজন উৎসবে পরিণত করেছে তাঁর ভক্তরা। ‘পাঠান’ সিনেমার অগ্রিম বুকিং দেখেই ধারণা করা যায় বক্স অফিসে ঝড় তুলতে যাচ্ছে সিনেমাটি।
২০ জানুয়ারি থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ‘পাঠান’ সিনেমার। তবে বেশ কিছু জায়গায় ১৮ জানুয়ারি থেকে শুরু হয়েছে অগ্রিম টিকেট বিক্রি। বলিউড বক্স অফিসের ট্রেড অ্যানালিস্টরা ধারণা করছেন, প্রথম দিনেই সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড গড়ে যাচ্ছেন শাহরুখ।
বলিউড বক্স অফিসের ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ এক টুইট বার্তায় জানিয়েছেন, শুক্রবার ভারতীয় সময় সন্ধ্যা ছয়টা পর্যন্ত অনলাইনে বিক্রি হয়ে এক লাখ ৭১ হাজার ৫০০ টিকিট। যার মধ্যে পিভিআর: ৭৫ হাজার ৫০০, আইএনওএক্স: ৬০ হাজার ৫০০ ও সিনেপোলিস: ৩৫ হাজার ৫০০ টিকিট বিক্রি হয়েছে। হাতে এখনো সময় আছে চারদিন।
বলিউড ভিত্তিক প্রভাবশালী পোর্টাল বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানাচ্ছে, ছুটির দিন না হওয়া শর্তেও মুক্তির প্রথমদিনে ৩৯-৪১ কোটির বেশি রুপি আয় করতে পারে ‘পাঠান’। এমনটা হলে শাহরুখ খানের সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী দিনে উপার্জনকারী সিনেমা হবে এটি। তাঁর ‘হ্যাপি নিউ ইয়ার’ সংগ্রহ করেছিল ৪৪.৯৭ কোটি রুপি।
যশরাজ ফিল্মসের ব্যানারে ‘পাঠান’ সিনেমার জন্য শাহরুখ খান পারিশ্রমিক নিয়েছেন ১০০ কোটি রুপি। দীপিকা পাড়ুকোন নিয়েছেন ১৫ কোটি রুপি। সিনেমায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে।
আর প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকে, তাঁর পারিশ্রমিক ২০ কোটি রুপি। সিনেমাটিতে সালমান খান থাকছেন অতিথি চরিত্রে, তবে ভাই শাহরুখের জন্য এই সিনেমায় কোন পারিশ্রমিকই নেননি বলিউড ভাইজান।
অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমাটি পরিচালনার জন্য সিদ্ধার্থ আনন্দ নিয়েছেন ছয় কোটি রুপি।
২০২৩ সালের ২৫ জানুয়ারি বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’ মুক্তি পাচ্ছে হিন্দি, তামিল ও তেলেগু ভাষায়। সবশেষ শাহরুখ খানের ‘জিরো’ সিনেমা মুক্তি পায় ২০১৮ সালের ২১ ডিসেম্বর।