লুকোচুরি প্রেমে মজেছেন তৌসিফ ও ফারিণ!
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি তিন দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। সেই আয়োজনে থাকছে বিশেষ নাটক ‘লুকোচুরি প্রেম’।
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিণ জুটি বেঁধেছেন এনটিভির ভালোবাসা দিবসের এই নাটকে। আরও অভিনয় করেছেন সাজু খাদেম, শেলী আহসান, রকি খান, শাহবাজ সানী, আফরান অনিক প্রমুখ।
আগামী ১৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টায় নাটকটি প্রচার হবে এনটিভিতে। পরবর্তী সময়ে দেখা যাবে এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে।
রিফাত আদনান পাপনের রচনায় নাটকটির গল্প রচনা ও পরিচালনা করেছেন মো. তৌফিকুল ইসলাম।
নাটকের গল্পে দেখা যাবে, ভার্সিটিতে পড়া দুজন তরুণ-তরুণীর প্রেমের গল্প। দুজনই বিপরীত মেরুর শিক্ষার্থী। এভাবেই শুরু। তার পর নানা ঘটনার মধ্য দিয়ে এই দুজন মানুষের লুকোচুরি খেলার অবসান হবে। বাকিটা দেখতে চোখ রাখতে হবে এনটিভির পর্দায়।