শপথ গ্রহণের আগেই শিল্পী সমিতি থেকে রোজিনার পদত্যাগ
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদে নির্বাচিত কার্যকরী সদস্য অভিনেত্রী রোজিনা ব্যক্তিগত কারণ দেখিয়ে শপথ গ্রহণের আগেই পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার এক ইমেইলে সমিতির নবনির্বাচিত সভাপতি বরাবর তিনি পদত্যাগপত্র দিয়েছেন।
আজ শুক্রবার দুপুরে এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করে রোজিনা বলেন, ‘ব্যক্তিগত নানা কাজে ব্যস্ত হয়ে পড়ছি, সমিতিতে সময় দেওয়া সম্ভব হবে না। তাই পদত্যাগপত্র জমা দিয়েছি।’
এবারের নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচন করেন অভিনেত্রী রোজিনা। তিনি ১৮৫ ভোট পেয়ে জয়ী হন। গেল ৬ ফেব্রুয়ারি নির্বাচিতদের একাংশ শপথগ্রহণ করলেও সেদিন শপথ নেননি এ অভিনেত্রী।
গুঞ্জন রয়েছে—শিল্পী সমিতির নির্বাচন নিয়ে বিদ্যমান যে সব কার্যক্রম শুরু হয়েছে, সে ক্ষোভ থেকে রোজিনা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
তবে এ গুঞ্জন অস্বীকার করে রোজিনা বলছেন, ‘একেবারেই নয়। আমি ব্যক্তিগত কারণেই পদত্যাগ করেছি। বিষয়টি কাঞ্চন সাহেবকেও বুঝিয়ে বলেছি।’
রোজিনার পদত্যাগপত্র বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি গ্রহণ করেছে কি না, সে প্রসঙ্গে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।