শফিক তুহিন ও আফরিনের কণ্ঠে ‘অহংকার’
‘অহংকার’ শিরোনামে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী শফিক তুহিন ও তারান্নুম আফরিন।শফিক তুহিনের কথায় গানটির সুর করেছেন রাফি মোহাম্মদ।
তানভীর তারেকের চিত্রনাট্যের গানটির মিউজিক ভিডিও করেছেন মোস্তাফিজ মিঠু।আর মডেল হয়েছেন রোমেল ও শানু।
এ প্রসঙ্গে কণ্ঠশিল্পী তারান্নুম আফরিন বলেন,‘গানটা ভীষণ মিষ্টি।ঠিক একযুগ আগের শফিক তুহিন ভাইয়ের গানগুলোর মতো। আমরা দুজনই খুব যত্ন করে গেয়েছি। গানটি প্রকাশের পর থেকে অনেক ভালো ভালো বার্তা পাচ্ছি যা আমার সংগীত জীবনকে নিঃসন্দেহে আলোকিত করছে।’
ভালোবাসা দিবসকে কেন্দ্র করে গানটি মুক্তি পেয়েছে গায়িকার নিজস্ব ইউটিউব চ্যানেলে।