শহিদের ‘জার্সি’ মুক্তি পাচ্ছে ৫ নভেম্বর
গেল বছরটা সিনে অঙ্গনের জন্য ভালো বছর ছিল না। করোনা মহামারির কারণে অনেক সিনেমাকে মুক্তির তারিখ পেছাতে হয়। বন্ধ হয় প্রেক্ষাগৃহ। আর অনেক নির্মাতা ওটিটি প্ল্যাটফর্মের দিকে ঝোঁকেন। এক বছর পর এখন সিনে অঙ্গন কিছুটা স্বাভাবিক হতে চলেছে আর চলচ্চিত্র নির্মাতারা তাঁদের সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তির দিনক্ষণ ঘোষণা দিচ্ছেন।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, শহিদ কাপুর অভিনীত ‘জার্সি’ সিনেমা আগামী দীপাবলি উৎসবে মুক্তি পাবে। ২০২১ সালের ৫ নভেম্বর মুক্তির দিন ধার্য করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর শেয়ার করেছেন শহিদ নিজেই।
ইনস্টাগ্রামে শহিদ কাপুর একটি নতুন ছবি শেয়ার করেছেন আর ঘোষণা দিয়েছেন, আসছে দীপাবলিতে মুক্তি পাচ্ছে ‘জার্সি’। এই যাত্রায় যুক্ত হতে পেরে গর্বিত বলেও জানিয়েছেন এ বলিউড তারকা।
গৌতম তিন্নানুরি পরিচালিত ‘জার্সি’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ম্রুনাল ঠাকুর ও পঙ্কজ কাপুর। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত গৌতমের তেলেগু সিনেমার হিন্দি রিমেক এটি। একই নামে মুক্তি পেয়েছিল ওই বছর। গত বছরের আগস্টে হিন্দি রিমেকটি মুক্তির কথা থাকলেও করোনা মহামারির কারণে শুট পিছিয়ে যায়। নির্মাতারা এ সিনেমার শুট শেষ করেন ডিসেম্বরে।