‘শান’ দেখতে হলে আরিফিন শুভ, প্রচারণা করলেন শাকিবেরও
রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে সন্ধ্যা ৭টার কিছুক্ষণ পরেই হাজির ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। আগমানের কারণ—ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা ‘শান’ দেখবেন।
শুভ প্রবেশ করেই সিনেমাটির পোস্টারের কাছে এগিয়ে যান। শুধু কি তাই, পোস্টারের সিয়ামের সঙ্গে দাঁড়িয়ে পোজ দিয়ে ছবিও তোলেন। বিষয়টিকে বেশ ইতিবাচকভাবেই দেখছিলেন প্রদর্শনীতে উপস্থিত অতিথিরা।
অন্তর্জালে আরিফিন শুভ ঈদের সিনেমাগুলোর প্রচারণায় অংশ নিয়ে লিখেছেন, ‘বাংলা সিনেমার জয় হোক, আসুন দেখুন অনুপ্রেরণা দিন, সমালোচনা করুন, বাংলা সিনেমার জয় হোক।’
সিনেমাটির গেট টুগেদার শো উপলক্ষ্যে তখন বেশ জটলা সিনেমা হলের সিনেমার অংশে। হাজির হয়েছিলেন তারিক আনাম খান, চিত্রনায়ক রিয়াজ আহমেদ, রোজিনা, অঞ্জনা, সুনেহরা বিনতে কামাল, এবি এম সুমন, নাদের চৌধুরী, পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, সৈকত নাসির, সঞ্জয় সমাদ্দারসহ ছোট পর্দার সাফা কবির, টয়া, শাওনসহ অনেক তারকারা।
এ ছাড়া দীর্ঘদিন আড়ালে থাকা প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজও উপস্থিত হয়েছিলেন এ প্রদর্শনীতে। জাজ সিনেমাটির পরিবেশনার দায়িত্বে রয়েছে।
আয়োজনে সিনেমাটির নায়ক সিয়াম আহমেদ স্ত্রীসহ উপস্থিত হন। সিয়াম বলেন, ‘আজ আমাদের ইন্ডাস্ট্রির সবাইকে নিয়ে শান দেখতেই টিম শানের এই আয়োজন। যাঁরা ছবিটি দেখেতে এসেছেন, তাঁদের সবার কাছেই আমি ও আমরা কৃতজ্ঞ। ঈদের দিন থেকেই দর্শকদের অভূতপূর্ব রেসপন্সে আমি অভিভূত। সবাই হলে এসে সিনেমাটি দেখছেন। বাংলা সিনেমা ঘুরে দাঁড়ানোর এই সংগ্রামে সবাই শামিল হয়েছেন, এ জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি আগামী সময়েও সবাই বাংলা ছবির সঙ্গেই থাকবেন।’
পরিচালক এম রাহিম বলেন, ‘ঈদে মুক্তির পর থেকে দারুণ সাড়া পাচ্ছি। আমার প্রথম সিনেমাকে দর্শক এত ভালোবাসা দেবেন, ভাবতে পারিনি।’
‘শান’ সিনেমা পরিচালনা করেছেন তরুণ নির্মাতা এম রাহিম। জুটি বেঁধেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। সিনেমাটির গল্প লিখেছেন প্রযোজক আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। এ ছাড়া ছবিটিতে অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস প্রমুখ। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্মম্যান এন্টারটেইনমেন্ট।