শালুকের সঙ্গে রোমান্স করে ঢাকা ছেড়েছেন বনি
নবাগত রাশিদা জাহান শালুকের সঙ্গে রোমান্স করে ঢাকা ছেড়েছেন কলকাতার চিত্রনায়ক বনি সেনগুপ্ত। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের পেরাব গ্রামে বাংলার তাজমহলে ‘মানব দানব’ সিনেমার একটি গানের শুট শেষ হয়েছে গেল বুধবার সন্ধ্যায়। সে গানের শুট শেষ করে গতকাল ঢাকা ছেড়েছেন চিত্রনায়ক।
জানা গেছে, নাম ঠিক না হওয়া রোমান্টিক এ গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল এবং দিলশাদ নাহার কনা। গানটির কোরিওগ্রাফার সাইফ খান কালু। এর আগে চাঁদপুরের মোহনপুর ও নারায়ণগঞ্জে বাকি দুই গানের শুট হয়েছে।
শাপলা মিডিয়ার হেড অব প্রোডাকশন অপূর্ব রায় বলেছেন, “‘মানব দানব’ সিনেমা শুটিং অলমোস্ট শেষ। মাত্র দুটি শট বাকি আছে। এরপর রিলিজের বিষয়ে জানাতে পারব।”
নবাগত রাশিদা জাহান শালুক বলেন, “সিনেমার পুরো টিমই খুবই হেল্পফুল ছিল। একবারের জন্যও মনে হয় আমি নতুন আর্টিস্ট। এত বড়-বড় শিল্পীর সঙ্গে অভিনয় করতে গিয়ে প্রথমে আমি একটু নার্ভাস ছিলাম। কিন্তু, বনি’দা খুবই লাভলি, আর বনি’দা ইজিলি মানুষকে আপন করে নেয়। শুরু থেকেই ‘তুই’ ‘তুই’ করে আপন করে নিচ্ছিল আমাকে। সবমিলিয়ে এখন পর্যন্ত কাজের অভিজ্ঞতা খুবই সুন্দর ছিল।”
শাপলা মিডিয়ার প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করছেন বজলুর রাশেদ চৌধুরী।