শাশুড়ির মন জয় করে নিয়েছেন পরী, রান্না করে খাওয়ান গরুর মাংস
শাশুড়িকে নিয়ে বুধবার সন্ধ্যায় নিজের ‘গুণিন’ সিনেমা দেখেছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরী মণি। পুত্রবধূ ও ছেলে শরিফুল রাজ অভিনীত সিনেমা বেশ ভাল লেগেছে জাহানারা বেগমের।
সিনেমাটির প্রিমিয়ার শেষে এনটিভি অনলাইনের সঙ্গে এক আলাপচারিতায় উচ্ছ্বাসের সঙ্গে বলছিলেন সেই কথা।
শুধু সিনেমা দেখেই উচ্ছ্বাসই নয় পুত্রবধূর প্রশংসায় মেতেছিলেন জাহানারা বেগম। বলেছেন, ‘আমার পুত্রবধূ অনেক ভালো, আমাকে নিজে হাতে রান্না করে খাওয়ায়; মায়া মহব্বত করে। আমাকে আম্মু বলে ডাক দেয়... অনেক খেয়াল করে, আদর যত্ন করে।’
এনটিভি অনলাইনের সঙ্গে আলাপে জাহানারা বেগম আরও জানিয়েছেন, পরীর হাতের গরুর মাংস ও চিংড়ি মাছ তাঁর প্রিয়।
‘গুণিন’ সিনেমার জন্য চিত্রনায়িকা পরী মণি ও চিত্রনায়ক শরিফুল রাজের প্রেম গড়িয়েছে সংসারে। ১১ মার্চ দেশের ২০টি সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে ‘গুণিন’।
গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত এই সিনেমার গল্প গ্রামীণ ওঝা রজব আলী গুণিনকে নিয়ে। তার আধ্যাত্মিক ক্ষমতা ছিল। এই ক্ষমতার জোরে গ্রামে তাঁর বিশাল প্রভাব। তাঁর তিন নাতি রহম, আলী ও রমিজ। গুণিনের রহস্যজনক মৃত্যুর পরবর্তী পরিস্থিতিতে তার দুই নাতি তথা আপন দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ও ত্রিভুজ প্রেমের গল্পই এই চলচ্চিত্রের মূল উপজীব্য।
‘গুণিন’ সিনেমার মুখ্য দুই চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক শরিফুল রাজ ও পরী মণিকে। তাঁরা সিনেমার গল্পে রাবেয়া-রমিজ। এই সিনেমার শুট করতে গিয়েই পরিচয়, তার পর প্রণয়, অতঃপর পরিণয়।
হাসান আজিজুল হকের ছোটগল্প ‘গুণিন’ থেকে নেওয়া হয়েছে এই সিনেমার গল্প। সিনেমার নাম-চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। সেই সঙ্গে দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মনওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরীসহ আরও অনেককেই দেখা যাবে এই সিনেমায়।
সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ওটিটি প্ল্যাটফর্ম চরকি।