শাহরুখের হৃদয়ছোঁয়া ছবি, তবুও বিতর্ক
উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের শেষকৃত্যের যে দৃশ্য হৃদয় ছুঁয়েছে, সেটি বলিউড বাদশাহ শাহরুখ খান ও তাঁর ম্যানেজার পূজা দাদলানির।
মুম্বাইয়ের শিবাজি পার্কে রাষ্ট্রীয় মর্যাদায় লতা মঙ্গেশকরের শেষকৃত্যানুষ্ঠানে সুরসম্রাজ্ঞীকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন শাহরুখ খান। ফুল দিয়ে লতা মঙ্গেশকরকে শ্রদ্ধার্ঘ্য জানানোর পর তাঁর পায়ে হাত ছুঁয়ে প্রণাম করেন শাহরুখ। তার পর দুহাত ওপরে তুলে দোয়া পড়ে আল্লাহর কাছে প্রার্থনা জানান। পাশেই শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি সনাতন ধর্মীয় রীতি মেনে জোড় হাতে প্রার্থনা করেছেন।
সেই ছবি নেটিজেনরা ধন্য ধন্য করছেন। একই ফ্রেমে দুই ধর্মীয় রীতিতে প্রার্থনার দৃশ্য হৃদয় ছুঁয়েছে অন্তর্জালবাসীর।
তবে বিতর্কও উঠেছে। শ্রদ্ধা জানানোর সময় মাস্ক খুলে শাহরুখ লতা মঙ্গেশকরের খাটিয়ার দিকে কিছু একটা করেছেন। নেটিজেনদের একাংশ এভাবে সমালোচনা করেছেন, সে সময় নাকি থুথু দিয়েছেন শাহরুখ!
ভারতের অন্যতম শীর্ষ সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার ফ্যাক্ট চেক টিম অনুসন্ধান করেছে, শাহরুখ সে সময় দোয়া পড়ে ফুঁ দিয়েছেন, যেটি ইসলাম ধর্মের একাংশদের মতে পবিত্র একটি কাজ।
গতকাল রোববার রাতে মুম্বাইয়ের শিবাজি পার্কে রাষ্ট্রীয় মর্যাদায় সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের শেষকৃত্যানুষ্ঠান হয়। শেষকৃত্যে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে, বলিউড সুপারস্টার শাহরুখ খান, রণবীর কাপুর, আশা ভোঁসলে, বিদ্যা বালান, আমির খান, শচীন টেন্ডুলকারসহ বিশিষ্টজনেরা।
লতা মঙ্গেশকর গতকাল ভারতীয় সময় সকাল ৮টা ১২ মিনিটে দক্ষিণ মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ৯২ বছর বয়সে স্বজনসহ অসংখ্য ভক্ত-অনুরাগীকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান তিনি।
বাংলা গানেও তুমুল জনপ্রিয় লতা মঙ্গেশকর। ‘প্রেম একবার এসেছিল নীরবে’, ‘আষাঢ় শ্রাবণ মানে না তো মন’, ‘ও মোর ময়না গো’, ‘ও পলাশ ও শিমুল’, ‘আকাশপ্রদীপ জ্বেলে’সহ আরও অনেক বিখ্যাত বাংলা গানে কণ্ঠ দিয়েছেন তিনি।
১৯৪২ সালে মাত্র ১৩ বছর বয়সে সংগীতে ক্যারিয়ার শুরু করেন লতা মঙ্গেশকর। ৭০ বছরের ক্যারিয়ারে ৩০ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি এ শিল্পী।