শিরোনামহীনের গানে বাপ্পা মজুমদার
দেশের জনপ্রিয় ব্যান্ডদল শিরোনামহীন ‘কাশফুলের শহর দেখা’ শিরোনামের একটি গান মুক্তি দিতে যাচ্ছে শিগগিরই। আর এই গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে দলছুট ব্যান্ডের বাপ্পা মজুমদারকে।
শিরোনামহীন ব্যান্ডের দলনেতা জিয়া রহমান এ তথ্য নিশ্চিত করে এনটিভি অনলাইনকে জানিয়েছেন, ‘গত বছরের শুরুর দিকে আমরা গানটি নিয়ে কাজ শুরু করি। আর সম্প্রতি গানটির মিউজিক ভিডিও কাজ শেষ হয়েছে। যেখানে চমক দেখা যাবে বাপ্পা মজুমদারকে। তাঁর সঙ্গে আছেন কাজী নওশাবা আহমেদসহ অনেকেই। গানটিতে মডেল হিসেব শিরোনামহীনের সদস্যদেরও দেখা যাবে। আশা করি গানটি সবার পছন্দ হবে।’
জানা গেছে, ‘কাশফুলের শহর দেখা’ গানটি লেখা ও সুর এবং ভিডিও পরিকল্পনা জিয়া রহমানের। সংগীত করেছে শিরোনামহীন। গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নাইমুল বনিন। শিগগিরই এটি ইউটিউবে অবমুক্ত করা হবে।