শিল্পীরা নিচে নামায় আক্ষেপ, ফের বোমা ফাটালেন মুনমুন!
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনকে নিয়ে আলোচনায় অভিনেত্রী মুনমুন। ভোটের দিন তাঁর ও বিজয়ী সাধারণ সম্পাদক জায়েদ খানের একটি ভিডিও নিয়ে বিতর্ক সৃষ্টি হয়ে। সাধারণ সম্পাদক পদে হেরে যাওয়া প্রার্থী নিপুণ আক্তার ও তাঁর সমর্থকেরা দাবি করেছেন, সেই ভিডিওতে জায়েদ খান মুনমুনকে টাকা দিয়েছেন।
তবে এই অভিযোগ অস্বীকার করেছেন মুনমুন ও জায়েদ খান। সংবাদ সম্মেলন করে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।
এবার এক ফেসবুক স্ট্যাটাসে মুমমুন ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘আমরা চলচ্চিত্রের শিল্পীরা আজ এত নিচে নেমে গিয়েছি যে কাঞ্চন ভাইয়ার মাস্ক গিফট পেয়ে তাঁকে জিতিয়েছি, জায়েদ খানের টাকা ঘুষ খেয়ে তাঁকে জিতিয়েছি আর নিপুণ কিছু দেয়নি বলে তাঁকে হারিয়ে দিয়েছি? আহা রে সিনেমা! সেদিন এফডিসিকে আপন ভাবাটাই ভুল ছিল, বুঝিনি যে সে এখন ক্ষমতাশীলদের দখলে।’
এবারের নির্বাচনে সভাপতি পদে জিতেছেন বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে জিতেছেন চিত্রনায়ক জায়েদ খান। এ নিয়ে টানা তিন বার সাধারণ সম্পাদক পদে জিতলেন জায়েদ খান।