শুঁটকিপল্লিতে সজল-সারিকার প্রেম, তারপর দোটানা...
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি আয়োজন করতে যাচ্ছে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। সেই আয়োজনে থাকছে ২০টির অধিক নাটক। যেখানে থাকছে ‘পরানের মানুষ’ শিরোনামে একটি একক নাটক।
মাসুম শাহরিয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল, সারিকা সাবরিন, মাসুম বাশারসহ অনেকেই।
নাটকটির গল্প প্রসঙ্গে পরিচালক দীপু হাজরা আজ মঙ্গলবার দুপুরে এনটিভি অনলাইনের সঙ্গে আলাপচারিতায় জানিয়েছেন, ‘নাটকটি কক্সবাজারের শুঁটকিপল্লির গল্প নিয়ে। নায়িকা ছোটবেলায় ঘুরতে এসে হারিয়ে যায়, তারপর বড় হয় শুঁটকিপল্লিতে। সেখানে প্রেম হয় নায়কের সঙ্গে। গল্পের একপর্যায়ে দেখা যাবে মেয়েটির আসল বাবা তার সন্ধান পেয়ে তাকে ঢাকায় নিয়ে যেতে চায়। মেয়েটি দোটানায় পড়ে সে সময়। এমন গল্পে এগিয়ে যাবে নাটক। আশা করি, দর্শক নাটকটি উপভোগ করবেন।’
আসন্ন ঈদুল আজহার আয়োজনে ‘পরানের মানুষ’ নাটকটি এনটিভির পর্দায় ও এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে দেখা যাবে।