শ্যাম বেনেগালের অসুস্থতার খবর সত্য নয়, জানালেন মেয়ে
ভারতীয় বর্ষীয়ান কিংবদন্তী পরিচালক শ্যাম বেনেগাল গুরুতর অসুস্থ, অকেজো হয়ে পড়েছে তাঁর দুটো কিডনিই। ঘনিষ্ঠ সূত্রে সম্প্রতি ভারতীয় একাধিক গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়েছে। যা সত্য নয় বলে জানিয়েছেন শ্যাম বেনেগালের মেয়ে কস্টিউম ডিজাইনার পিয়া বেনেগাল।
হিন্দুস্তান টাইমসকে বাবার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে পিয়া বলেন, ‘তার এমন কিছুই হয়নি, যেটা আমি বলতে পারি। কিছু সময়ের মধ্যেই তিনি অফিসে যাবেন। হ্যাঁ, এই বয়সে যতটা সুস্থ থাকা যায়, তিনি ততোটাই সুস্থ আছেন। তার আসলে একটু বিরতি দরকার। ৮৮ বছর বয়স, এটা তো অবসরে যাওয়ার সময়, তাই না?’
পিয়া আরও জানান, শিগগিরই আরও কিছু আপডেট সামনে আসবে। তবে সেটা কী সম্পর্কে, তা পরিষ্কার করেননি তিনি।
৮৮ বছর বয়সী এই পরিচালক বর্তমানে ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’ সিনেমা নিয়ে কাজ করছেন।
বর্তমানে ‘ফেডেরেশন অব ফিল্মস সোসাইটিজ অব ইন্ডিয়া’র সভাপতি শ্যাম বেনেগাল। পাঁচ দশকের দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ার। ১৯৭৪ সালে ‘অঙ্কুর’ সিনেমা দিয়ে সিনেমায় হাতেখড়ি। ‘জুনুন’, ‘মন্থন’, ‘আরোহণ’-এর মতো জাতীয় পুরস্কার জয়ী ছবির পরিচালক তিনি। ভারত সরকারের পক্ষ থেকে পদ্মশ্রী (১৯৭৬), ‘পদ্মভূষণ’ (১৯৯১) সম্মানে ভূষিত হয়েছেন শ্যাম বেনেগাল। ২০০৫ সালে চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান ‘দাদাসাহেব ফালকে’তে ভূষিত হন তিনি।