সাপের ৩ কামড়, হাসপাতালে সালমান ছিলেন ৭ ঘণ্টা
জন্মদিনের আগের দিন বলিউড সুপারস্টার সালমান খানকে তাঁর মুম্বাইয়ের প্যানভেলের খামারবাড়িতে সাপে কেটেছিল। সাত ঘণ্টা মুম্বাইয়ের এম জি এম হাসপাতালে চিকিৎসা শেষে সালমান এখন সুস্থ।
আজ ৫৬ বছর পূর্ণ করেছেন সালমান খান। জন্মদিন উপলক্ষে প্যানভেল ফার্মহাউসে অবস্থান করছেন এই বলি-সুপারস্টার। সেখানে উপস্থিত সাংবাদিকদের এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে সালমান খান জানিয়েছেন, ‘খামারবাড়িতে একটি সাপ ঢুকে পড়েছিল। আমি লাঠি দিয়ে সেই সাপটিকে তুলে বাইরের জঙ্গলে ফেলে আসার চেষ্টা করি। কিন্তু ধীরে ধীরে সাপটি আমার হাতে উঠে আসে। উপায়ান্ত না পেয়ে বাধ্য হয়ে আমি হাত দিয়ে সাপটিকে ধরি। আর তখনই তিনবার আমার হাতে কামড় বসায়।’
সালমান খান আরও জানিয়েছেন, ‘সাপটি বিষধর বলে আমার মনে হয়েছে। হাসপাতালে ছয় থেকে সাত ঘণ্টা থাকতে হয়েছে আমাকে। এখন পুরোপুরি ঠিক আছি।’
এর আগে সালমানের বাবা সেলিম খান জানিয়েছিলেন, ‘আমরা সবাই যে খুব দুশ্চিন্তায় ছিলাম, সে আর কী বলব। সাপে কামড়ানোর পর যত দ্রুত সম্ভব সালমানকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম আমরা। যাওয়ামাত্রই ইনজেকশন দেওয়া হয়েছিল, যা ভীষণ জরুরি এসব ক্ষেত্রে। এর পর যখন চিকিৎসকেরা জানালেন সাপটি বিষধর ছিল না, হাঁফ ছেড়ে বেঁচেছি।’
আবদুল রশিদ সেলিম সালমান খান ৫৬ বছর পূর্ণ করলেন আজ। বিশ্বের অগণিত অনুরাগীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এ মহাতারকা।