সাড়ে তিন বছরেও খোঁজ মেলেনি শাকিবের ‘প্রিয়তমা’র
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে ‘প্রিয়তমা’ সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন ২০১৭ সালের নভেম্বরে। এরপর দীর্ঘ সাড়ে তিন বছরের বেশি সময়েও সিনেমাটি আলোর মুখ দেখেনি। সিনেমাটির জন্য সরকারি অনুদান চেয়েও পাননি সিনেমাপ্রতি দেশের সর্বোচ্চ অর্ধকোটি টাকা পারিশ্রমিক নেওয়া এই চিত্রনায়ক ও প্রযোজক।
ঘোষণার পর থেকে নানা গুঞ্জনে ভারী হয়েছে শাকিবের ‘প্রিয়তমা’। শুরুতে জানানো হয়েছিল, বড় বাজেটের এই সিনেমার নায়িকা হচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলী। সে সময় শুটিংয়ের স্থান, তারিখ থেকে শুরু করে জানানো হয়েছিল মুক্তির তারিখ অবধি। তারপর আর খোঁজ নেই ‘প্রিয়তমা’র।
২০১৯ সালে সিনেমাটি আবার আলোচনায় এসেছিল নায়িকা পরিবর্তনের খবরে। শাকিব জানিয়েছিলেন, শবনম বুবলী নয়, সিনেমাটির জন্য নতুন মুখ খুঁজছেন তিনি। এর কারণ হিসেবে শাকিবের ভাষ্য ছিল, দুই বছর আগে বুবলীর বয়স কম ছিল, সে কারণে তাঁকে নায়িকা নির্বাচন করা হয়েছিল।
এমন খবরে কয়েক দিন আলোচনায় থাকলেও তারপর আবার দীর্ঘ খোঁজ নেই শাকিবের ‘প্রিয়তমা’র। ততদিনে সিনেমার পরিচালক হিসেবে নাম শোনা যাওয়া হিমেল আশরাফ পাড়ি জমিয়েছেন দেশের বাইরে।
গেল বছরের জুনে বিদেশ থেকে ফেসবুকে এ পরিচালক ভক্তদের কাছে নতুন নায়িকা খুঁজলে আবার আলোচনায় আসে সিনেমাটি। সে সময় যখন ভক্তরা নায়িকা খুঁজতে ব্যস্ত, তখন জানা গিয়েছিল, সেপ্টেম্বর-অক্টোবরে সিনেমাটির শুট শুরু হবে, তাই নায়িকা খোঁজা হচ্ছে। পরে আবার জানানো হয়, সিনেমাটির নায়িকা থাকছেন শবনম বুবলীই।
যদিও সেসব খবর গুঞ্জনে আবদ্ধ রেখে গত বছরের ২৮ ডিসেম্বর নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে ‘প্রিয়তমা’ সিনেমার জন্য সরকারি অনুদানের আবেদন করেন শাকিব খান।
সে সময় অনুদান চাওয়া প্রসঙ্গে এনটিভি অনলাইনকে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক শাকিব খান বলেছিলেন, ‘অন্যান্য বারের চেয়ে চলতি বছর একেবারেই অন্যরকম সময়। প্যান্ডামিকের কারণে সিনেমা হলগুলোর অবস্থা একেবারে বন্ধ হয়ে যাওয়ার মতো। ইতোমধ্যে অনেক হল বন্ধ হয়ে গেছে। পুনরায় সিনেমা হল চাঙা করতে দরকার ভালো মান ও বাজেটের ছবি। সে জন্য আসন্ন অনুদানে মূলধারার ভালো কিছু সিনেমা অনুদান দেওয়ার জন্য বিশেষ বিবেচনায় রাখা উচিত বলে আমি মনে করি।’
গতকাল (১৫ জুন) এক প্রজ্ঞাপন জারি করে চলচ্চিত্র শিল্পে মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করার লক্ষ্যে ২৩৮টি আবেদন যাচাই-বাছাই শেষে ২০২০-২১ অর্থবছরে ২০টি সিনেমার জন্য মোট ১২ কোটি ২০ লাখ টাকার সরকারি অনুদান ঘোষণা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সেই তালিকায় দেখা মেলেনি শাকিবের ‘প্রিয়তমা’র।
অনুদান না পাওয়ার পর এখন এই সিনেমার ভবিষ্যৎ কী? এমন প্রশ্নে শাকিব খানের উত্তর পাওয়া না গেলেও সিনেমাটির সঙ্গে যুক্ত ও শাকিবের এক ঘনিষ্ঠ সূত্র এনটিভি অনলাইনের কাছে দাবি করেছেন, সিনেমাটি নিজে প্রযোজনা করবেন শাকিব খান। আগামী জুলাইয়ে ঈদের পর সিনেমাটির শুট শুরু হবে। হিমেল আশরাফের পরিচালনায় শাকিব খানের বিপরীতে কে থাকছেন, তা এখনও চূড়ান্ত নয়।