সাড়ে তিন মাস পর সৃজিতের কাছে মিথিলা
সপ্তাহখানেক আগে কলকাতার এক সংবাদমাধ্যমকে বেশ আক্ষেপের স্বরে জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা বলেছিলেন, ‘হিসেব মতে বিয়ের পরে আমি আর সৃজিত ৭ থেকে ৮ মাস একসঙ্গে থেকেছি।’ করোনা মহামারির কারণে সীমান্ত অতিক্রম করতে না পারা এবং কাজের ব্যস্ততায় তাঁদের নৈকট্যে এমন দূরত্ব।
সবশেষ গেল ১৪ ফেব্রুয়ারি শ্বশুরবাড়ি কলকাতা থেকে রাফিয়াথ রশিদ মিথিলা বাংলাদেশে ফিরেছিলেন। তার পর অফিসসহ শুটিংয়ে ব্যস্ত ছিলেন তিনি। এই সময়ে ওয়েব সিরিজ ‘কনট্রাক্ট’ থেকে শুরু করে সিনেমার নায়িকাও হয়েছেন এ অভিনেত্রী।
মিথিলা জানিয়েছিলেন, কলকাতায় মেয়ে আয়রার স্কুল খুলে যাচ্ছে। তাই সীমান্ত খুললে জুলাইয়ে কলকাতায় যাওয়ার চেষ্টা করবেন। তবে জুলাই গড়ানোর আগেই আজ বুধবার বিশেষ ব্যবস্থায় সড়কপথে মেয়েকে নিয়ে কলকাতায় গিয়েছেন মিথিলা।
অন্তর্জালে বর্ডার ক্রস করা ও স্বামী সৃজিতের সঙ্গে হাস্যোজ্জ্বল কয়েকটি ছবি প্রকাশ করে অভিনেত্রী ক্যাপশন জুড়েছেন, সাড়ে তিন মাস পর...। এরপর জুড়েছেন ভালোবাসার ইমোজি।
রাফিয়াথ রশিদ মিথিলা অভিনয়ের বাইরে বর্তমানে ব্র্যাক ইন্টারন্যাশনালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের প্রধান হিসেবে কর্মরত। ব্যক্তিজীবনে মিথিলা এক কন্যাসন্তানের জননী। ২০১৯ সালের ৬ ডিসেম্বর কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা।