সিঁথিতে সিঁদুর, ‘খুকু’ কোলে মিথিলার অন্য রূপ
হাতে শাঁখা। সিঁথিতে সিঁদুর। চেহারায় মাতৃত্বের সৌম্যরূপ। ‘খুকু’ কোলে মিথিলার অন্য রূপ দর্শন করল বাংলা সিনেপ্রেমীরা।
সম্প্রতি কলকাতার ‘আয় খুকু আয়’ সিনেমার টাইটেল ট্র্যাকে দুর্দান্ত মাতৃরূপে হাজির হয়েছেন রাফিয়াথ রশিদ মিথিলা, যার প্রশংসা অন্তর্জালজুড়ে।
হিন্দুস্তান টাইমসের বাংলা সংস্করণের খবর, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে এই প্রথম জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। সিনেমায় দুজন স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন। শুধু তা-ই নয়, সিনেমায় কন্যাসন্তানের জননী তিনি।
খবরে প্রকাশ, গ্রামের বাবা-মেয়ের গল্প বলবে ‘আয় খুকু আয়’ সিনেমাটি। সংসারে অভাব। তার মধ্যে সমাজের নানা গঞ্জনা সহ্য করে দায়িত্ব পালনের গল্প উঠে আসবে এ সিনেমায়।
মিথিলার অভিনয় প্রসঙ্গে প্রসেনজিৎ বলেন, ‘ছোট চরিত্রে হলেও দর্শকের মনে গভীর ছাপ রেখে যাবেন মিথিলা। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা ভীষণ ভালো। প্রচণ্ড শক্তিশালী অভিনেত্রী। মিথিলা সত্যিই প্রতিভাময়ী।’
এ সিনেমায় আরও অভিনয় করেছেন সোহিনী সেনগুপ্ত, বুদ্ধদেব ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য, শঙ্কর দেবনাথ, রাহুল দেব বোস প্রমুখ।‘আয় খুকু আয়’ মুক্তি পাবে ২৭ মে।