সিনেমার সুসময়ে মুক্তির তালিকায় ৬ ‘মানহীন’ সিনেমা
জুলাইয়ে মুক্তি পাওয়া ‘পরাণ’ ও ‘হাওয়া’ ঝড় এখনও চলছে দেশের প্রেক্ষাগৃহে। সিনেমা সংশ্লিষ্ট অনেকেই বলছেন, দীর্ঘদিন পর এমন ঝড়ো আবহাওয়া দেখা গেছে ঢাকাই সিনেমায়, যা দারুণ এক সুবাতাস। বাংলা সিনেমার সুসময় যাচ্ছে বলাই যায়।
এমন সুসময়ে চলতি আগস্টে ছয়টি সিনেমা মুক্তির আবেদন করা হয়েছে, যার সব কয়টিকে ‘মানহীন’ বলছেন সিনেমা হল মালিক ও সংশ্লিষ্টরা।
বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির অফিস সচিব সৌমেন রায় বাবু এনটিভি অনলাইনকে আজ সোমবার দুপুরে জানিয়েছেন, আগস্টে মাসে ছয়টি সিনেমা মুক্তির আবেদন পেয়েছেন তাঁরা।
সেই তালিকায় মাসের প্রথম শুক্রবার ৫ আগস্টে মুক্তির জন্য আবেদন করেছে ‘দিন দুপুরে দিনাজপুরে’ শিরোনামের একটি সিনেমা। ১২ আগস্টে মুক্তির জন্য আবেদন করেছে শাপলা মিডিয়ার ‘মাফিয়া ৪’ ও ‘আজ একটি বিশেষ দিন’ শিরোনামের সিনেমা। ১৯ আগস্টে মুক্তির জন্য আবেদন করেছে দুটি সিনেমা; যার মধ্যে একটি ‘আশীর্বাদ’ সিনেমা। মাসের শেষ শুক্রবার ২৬ আগস্টে মুক্তির জন্য আবেদন করেছে ‘না জেনে নারায়ণগঞ্জে’ শিরোনামের একটি সিনেমা।
এসব সিনেমার সঙ্গে কারা যুক্ত আছেন বা কারা অভিনয় করেছেন, তা একাধিক মাধ্যমে জানার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে এনটিভি অনলাইন। তবে চলতি বছরের এপ্রিলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ‘মানসম্মত’ নয় বলে রপ্তানির অযোগ্য ঘোষণা করেছিল হাফ ডজন সিনেমা। সেই তালিকায় আছে ১২ আগস্টে মুক্তির জন্য আবেদন করা ‘মাফিয়া ৪’ সিনেমা।
নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের ‘আশীর্বাদ’ সিনেমায় অভিনয় করেছেন মাহিয়া মাহি ও জিয়াউল রোশান। এটিই আগস্টে মুক্তির আবেদন করা সিনেমাগুলোর সবচেয়ে উল্লেখযোগ্য।
‘মাফিয়া’ ১-৬ সিক্যুয়ালে অভিনয় করেন জাহিদ হাসান, আনিসুর রহমান মিলন, ইমন, মাহিয়া মাহি, আঁচল, মিশা সওদাগর, জয় রাজ, শিবা শানু, মৌ খান, ফারজানা রিক্তাসহ অনেকে। আলাদাভাবে একেক জন পরিচালকের নাম রয়েছে সিনেমাগুলোর সেন্সরে।
ঢাকার একাধিক হল মালিক ও সিনেমা সংশ্লিষ্টদের কাছে এনটিভি অনলাইন আগস্টে মুক্তির তালিকায় থাকা ছয় সিনেমা প্রসঙ্গে জানতে চেয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি এনটিভি অনলাইনকে জানিয়েছে, এসব সিনেমার সবগুলোই মানহীন।
ঢাকাই সিনেমার এই সুসময়ে ভালো সিনেমাগুলো দ্রুত মুক্তি দেওয়া উচিত। তাহলে এই সুবাতাসের ধারা অব্যাহত থাকবে, না হলে ঢাকাই সিনেমা আবার মুখ থুবড়ে পড়বে বলে তাঁদের মত।