সুনীলের উপন্যাসে এনটিভির নতুন ধারাবাহিক ‘মা বাবা ভাই বোন’
জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভিতে ২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে দীর্ঘ ধারাবাহিক নাটক ‘মা বাবা ভাই বোন’। প্রতি সপ্তাহের রোববার, সোমবার ও মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে তারকাবহুল ধারাবাহিকটি। পরবর্তীতে দেখা যাবে ‘এনটিভি নাটক’ ইউটিউব চ্যানেলে।
বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব কথাসাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের একই নামের উপন্যাস অবলম্বনে হাসান রেজাউলের চিত্রনাট্য ও পরিচালনায় ধারাবাহিকটিতে অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, সাবেরী আলম, ফারুক আহমেদ, সাজু খাদেম, শম্পা রেজা, তামিম মৃধা, শবনম ফারিয়া, তাসনুভা তিশা, আদিবা, আনন্দ খালেদ, আজম খান, আবু হোরাইরা তানভীর, অবিদ রেহান, শেলী আহসান, জয়নাল জ্যাক, শিবলীসহ অনেকেই।
সংসারের নানান টানাপোড়েন, হাসি-আনন্দ আর দ্বন্দ্ব এই ধারাবাহিকের মূল উপজীব্য। সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘মা বাবা ভাই বোন’ উপন্যাসটির মূল পটভূমি ঠিক রেখে সময় ও চিত্রনাট্যের প্রয়োজনে কিছুটা রূপান্তর করা হয়েছে।
পরিচালক হাসান রেজাউলের এটি প্রথম ধারাবাহিক। প্রথম বার ধারাবাহিক নির্মাণ প্রসঙ্গে হাসান রেজাউল এনটিভি অনলাইনকে বলেন, ‘সাহিত্যনির্ভর কাজে আমার আগ্রহ বরাবরই। তবে সুনীল গঙ্গোপাধ্যায়ের এই উপন্যাস নিয়ে কাজ করার একটাই কারণ মানুষের কাছাকাছি সাহিত্যনির্ভর গল্পকে পৌঁছানো। এটি একটি পারিবারিক ড্রামা; এই গল্পে দর্শক নিজের পরিবার ও তাঁর পারিপার্শ্বিক অবস্থা দেখতে পাবেন।’
‘মা বাবা ভাই বোন’ ধারাবাহিকটির সূচনা সংগীত কবি আলফ্রেড খোকনের কথায় তুহিন সমাদ্দারের সুরে, নীল কামরুলের সংগীতায়োজনে গেয়েছেন কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী রূপঙ্কর বাগচী।
এনটিভির এই ধারাবাহিকটির সফলতা কামনা করে সুনীল গঙ্গোপাধ্যায়ে ছেলে শৌভিক গঙ্গোপাধ্যায় বলেন, ‘পরিচালক হাসান রেজাউলের সঙ্গে দীর্ঘ দিন কথা হয়েছে আমার বাবার উপন্যাসটির টিভি সিরিজের রূপদান নিয়ে। অবশেষে সেই সময় এসে গেছে। আমি ও আমার মা খুব আগ্রহ নিয়ে বসে আছি, উপন্যাসটি টিভি সিরিজরূপে দর্শনের জন্য।’