সুরসম্রাজ্ঞী এখন ‘ডক্টর’ মমতাজ!
সুরসম্রাজ্ঞীখ্যাত সংগীতশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম ভারতের তামিলনাড়ুর গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন, বলে দাবি শিল্পীর।
শনিবার (১০ এপ্রিল) ওই বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে সম্মানসূচক ‘ডক্টরেট অব মিউজিক’ ডিগ্রি প্রদান করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. পি ম্যানুয়েলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তি ও ফেসবুক স্ট্যাটাসে এমন দাবি করেছেন মমতাজ।
ফেসবুকে মমতাজ লিখেছেন, সারা পৃথিবীতে একমাত্র সংগীতশিল্পী হিসেবে প্রকাশিত আট শতাধিক অ্যালবামের বিশ্ব রেকর্ড, সুদীর্ঘ ত্রিশ বছর যাবৎ বাংলা গানকে বিশ্বদরবারে তুলে ধরা, লোকজ সংগীতকে আধুনিকায়ন করে সর্বমহলে গ্রহণযোগ্য করা, চলচ্চিত্র-সংগীতে একাধিকবার জাতীয় পুরস্কার প্রাপ্তি তথা দেশি-বিদেশি অসংখ্য সম্মাননা অর্জন, সমাজ সচেতনতামূলক নানামুখী গানের মাধ্যমে বিশেষ ভূমিকাসহ সার্বিক মূল্যায়নে তাঁকে এ ডিগ্রি দেওয়া হয়েছে।
২০০০ সালে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-তে ‘রিটার্ন টিকিট’ গান গেয়ে খ্যাতি অর্জন করেন মমতাজ বেগম। এরপর উপহার দিয়েছেন শ্রোতাপ্রিয় অসংখ্য গান। রাজনৈতিক ক্যারিয়ারে মমতাজ একাধিকবার আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।