সৌরভের ২৫০ কোটির বায়োপিক নির্মাণ করবেন সৃজিত?
দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছিল, ভারতের সাবেক সফল ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির জীবনীভিত্তিক চলচ্চিত্র নির্মাণ হবে। অবশেষে সেই গুঞ্জন সত্যি হতে চলেছে। তবে কে নির্মাণ করবেন আর সৌরভের ভূমিকায় কে অভিনয় করবেন, তা নিয়ে চলছে জল্পনা।
পত্রপত্রিকার খবর, বায়োপিকে সৌরভের তরুণ বয়স থেকে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হওয়া পর্যন্ত দীর্ঘ যাত্রা প্রদর্শন হবে। সিনেমাটির বাজেট হবে ২০০ থেকে ২৫০ কোটি রুপি। জোর গুঞ্জন রয়েছে, সৌরভের ভূমিকায় অভিনয় করবেন বলিউড তারকা রণবীর কাপুর। যদিও এখনও এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এবার ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবর, একসময় সৌরভ চেয়েছিলেন তাঁর বায়োপিক নির্মাণ করুন পরিচালক সৃজিত মুখার্জি। এ কথা স্বীকার করেছেন স্বয়ং সৃজিত। সংবাদমাধ্যমটিকে সৃজিত জানান, ‘২০১৮ সালে একটি পরিকল্পনা হয়েছিল এবং আমরা অনেক প্রযোজকের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। কিন্তু সে সময় সৌরভ যেহেতু ক্রিকেট নিয়ে খুব ব্যস্ত ছিলেন, তাই আর কোনও চুক্তিতে পৌঁছানো যায়নি।’
তবে এখন সৌরভ গাঙ্গুলির বায়োপিক কে নির্মাণ করবেন, সে সম্পর্কে কোনও ধারণা নেই সৃজিতের। সৃজিত মুখার্জি বলেন, ‘আমার সত্যিই জানা নেই, কে এখন বায়োপিকটি নির্মাণ করবেন এবং কে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করবেন। আমাদের (সৃজিত-সৌরভ) যখন আলোচনা হয়েছিল, তখন বায়োপিকে তাঁর ভূমিকায় কে থাকবেন, সে নিয়ে কোনও কথা হয়নি।’
যখন সৃজিতকে জানানো হয়, বিভিন্ন খবরে প্রকাশ হয়েছে যে বায়োপিকটি তিনি নির্মাণ করুন, এমনটা চান সৌরভ। তখন এ নির্মাতা বলেন, ‘এখন একমাত্র সৌরভ গাঙ্গুলিই এ ব্যাপারে ভালো বলতে পারবেন। কিন্তু ২০১৮ সালে সৌরভ খুব করে চেয়েছিলেন, আমি তাঁর বায়োপিক নির্মাণ করি।’
সম্প্রতি নিউজ ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ গাঙ্গুলি বলেছেন, ‘হ্যাঁ, আমি বায়োপিকের ব্যাপারে সম্মত। এটা হিন্দি ভাষায় হবে, কিন্তু এখনই পরিচালকের নাম প্রকাশ করা সম্ভব নয়। সবকিছু চূড়ান্ত হতে আরও কিছু সময় লাগবে।’
গত বছর গুঞ্জন ছড়িয়েছিল, সৌরভের ভূমিকায় দেখা যাবে হৃতিক রোশনকে। এ নিয়ে কথাও বলেছিলেন তিনি। বায়োপিকটি হবে সৌরভের দীর্ঘ যাত্রা, যেখানে তরুণ বয়সের দিনগুলো থেকে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হওয়া পর্যন্ত দেখানো হবে। সাম্প্রতিক বছরগুলোতে যেসব স্পোর্টস বায়োপিক মুক্তি পেয়েছে, এটিও সে রকম হবে। ধারণা করা হচ্ছে, এ সিনেমার বাজেট ২৫০ কোটি রুপির মতো।
পত্রপত্রিকার খবর, নিজের বায়োপিকের জন্য বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রস্তাব পেয়েছেন সৌরভ গাঙ্গুলি। একতা কাপুর থেকে ফক্স স্টার স্টুডিয়োস তাঁর জীবন নিয়ে সিনেমা বানাতে চেয়েছেন। কিন্তু সব সময় প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন সৌরভ। শোনা যাচ্ছে, ভায়াকম তাদের ব্যানারে সিনেমা নির্মাণে সাবেক এ তারকা ক্রিকেটারকে রাজি করাতে পেরেছে।
এম এস ধোনি, মোহাম্মদ আজহারউদ্দিন ও শচীন টেন্ডুলকারের পরে এটি হতে যাচ্ছে আরেক ভারতীয় ক্রিকেটারের জীবন নিয়ে চতুর্থ বায়োপিক।