‘স্কুইড গেমে’র দ্বিতীয় সিজন আসছে
বিশ্বজুড়ে তুমুল আলোচিত ‘স্কুইড গেম’ ড্রামা সিরিজের দ্বিতীয় সিজন নির্মাণ করা হবে।
সিরিজটির লেখক ও পরিচালক হোয়াং দং-হিউক সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমার কাছে দ্বিতীয় সিজনের জন্য একটি মৌলিক গল্প আছে; এটি আমার মাথায় আছে এবং আমি বর্তমানে ব্রেনস্টর্মিং পর্যায়ে আছি। এটি একদিন হবে; কিন্তু কখন, আমি আপনাকে বিস্তারিত বলতে পারব না।’
হলিউড রিপোর্টারের খবর, নেটফ্লিক্সের একজন মুখপাত্র গণমাধ্যমটিকে জানিয়েছেন দ্বিতীয় সিজন আলোচনায় রয়েছে, তবে এখনও চূড়ান্ত হয়নি।
জীবনযুদ্ধে পরাজিত, সমস্যায় জর্জরিত এবং গভীর হতাশাগ্রস্ত কিছু মানুষের গল্প নিয়ে নির্মাণ হয়েছে ‘স্কুইড গেম’ ড্রামা সিরিজটি। যেখানে অভিনয় করেছেন তারকা অভিনেতা লি জং জায়ে, পার্ক হেই সু, হিউ সাং তে, ওয়াই হা জুনসহ অনেকেই। সিরিজটির একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন আইকনস্টার গং ইয়ো।
সিরিজের গল্প এগিয়েছে বেঁচে থাকার প্রতি আগ্রহ হারানো কিছু মানুষ একত্র হয়ে অদ্ভুত এক খেলায় মেতেছেন, সেটা নিয়ে।
কোরীয় সিরিজ ‘স্কুইড গেম’ মুক্তির পর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের জন্য ৯০০ মিলিয়ন মার্কিন ডলারের ব্রান্ড মূল্য তৈরি করেছে। এরই মধ্যে নেটফ্লিক্সে ১৩২ মিলিয়ন মানুষ কমপক্ষে দুই মিনিট করে হলেও দেখেছে ড্রামা সিরিজটি। মুক্তির প্রথম মাসে সর্বোচ্চ দেখা সিরিজের স্থান দখল করে নিয়েছে।