স্বামীর সমান পারিশ্রমিক চাওয়ায় সিনেমা থেকে বাদ দীপিকা!
বলিউডের বিখ্যাত পরিচালক সঞ্জয় লীলা বানসালির ‘বৈজু বাওড়া’ সিনেমায় অভিনয় করছেন রণবীর সিং, এ খবর সবার জানা।
তবে সঞ্জয় লীলা বানসালির ‘রাম লীলা’, ‘বাজিরাও মাস্তানি’ ও ‘পদ্মাবত’-এর পরে যাঁরা চতুর্থ বারের মতো রণবীর সিং-দীপিকা পাড়ুকোন জুটির অনস্ক্রিন রোমান্স দেখার প্রত্যাশায় ছিলেন, তাঁদের হতাশ হওয়ার মতো খবর। কেন?
বলিউডভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম বলিউড হাঙ্গামার বিশেষ প্রতিবেদন বলছে, ‘বৈজু বাওড়া’ সিনেমায় থাকছেন না রণবীরপত্নী দীপিকা। আর এর কারণ, পারিশ্রমিকে মিলছে না নির্মাতাদের সঙ্গে।
১৯৫২ সালে মুক্তি পাওয়া একই নামের এই সিনেমায় জুটি বেঁধেছিলেন ভারত ভূষণ ও মীনা কুমারী।
একটি সূত্র বলিউড হাঙ্গামাকে জানিয়েছে, ‘স্বামীর সমান পারিশ্রমিক চান দীপিকা। এক পয়সা বেশিও নয়, এক পয়সা কমও নয়।’ তবে সঞ্জয় লীলা বানসালি দীপিকার প্রস্তাবে রাজি হননি।