হলে হলে রাজ-পরী, জানাচ্ছেন ‘গুণিন’ দেখার আহ্বান
পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ দেশের ২০ সিনেমা হলে মুক্তি পেয়েছে গেল ১১ মার্চ। মুক্তির দিন থেকে ঢাকার বিভিন্ন হলে হাজির হচ্ছেন এর নির্মাতা-অভিনয়শিল্পীরা।
সেই ধারাবাহিকতায় গতকাল শনিবার বিকাল সাড়ে ৫টায় শ্যামলী সিনেমা হল ও ৭টায় বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে হাজির হন সিনেমাটির জুটি পরী মণি ও শরিফুল রাজ দম্পতি। সঙ্গে ছিলেন গিয়াস উদ্দিন সেলিম, আজাদ আবুল কালাম প্রমুখ।
গিয়াস উদ্দিন সেলিম উপস্থিত দর্শকদের বলেন, ‘আপনারা এভাবেই দলে দলে হলে গিয়ে সিনেমাটা দেখুন। ভালো হলে ভালো বলেন, খারাপ হলে খারাপ বলেন।’
‘গুণিন’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন শক্তিমান অভিনেতা আজাদ আবুল কালাম। তিনি বলেন, ‘আমার খুব কাছের একটা কাজ এটা। এখানে আমার চরিত্রটিকে ফুটিয়ে তোলার জন্য যে প্রয়াস ছিল, আশা করি সেটা করতে পেরেছি। আমাদের যিনি মেকআপ আর্টিস্ট ছিলেন, তিনিও দুর্দান্ত কাজ করেছেন সেই লুকটা আনার জন্য। আপনারা সিনেমাটি দেখলেই সেটা বুঝতে পারবেন।’
শরিফুল রাজ ও পরী মণি একসঙ্গে এই প্রথম জুটি বেঁধেছেন ‘গুণিন’ সিনেমায়। সিনেমার জুটি এখন যে বাস্তবে সংসার পেতেছেন, তা কারও অজানা নয়। শনিবার সন্ধ্যায় হলগুলোতে তাঁরাও আলো ছড়িয়েছেন।
পরী মণি বলেন, ‘পরপর দুই সপ্তাহে আমার দুটি সিনেমা মুক্তি পেল। মনে হচ্ছে চারদিকে শুধু আমি। সারা শহর আমার পোস্টারে ছেয়ে গেছে। যারা গুণিন সিনেমা দেখে ফেলেছেন, তাঁরা আমার অভিনয়ের প্রশংসা করছেন। আমি বলব, এটার পুরো কৃতিত্ব আসলে সেলিম ভাইয়ের। আপনারা হলে গিয়ে সিনেমাটা দেখুন। পরবর্তীতে হয়তো আপনার সাথে বসেই গুণিন দেখব।’
শুক্রবার পরী মণি শেষ করেছেন অরণ্য আনোয়ারের ‘মা’ সিনেমার শুট। অন্যদিকে, শরিফুল রাজ প্রস্তুতি নিচ্ছেন গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’র শুটের জন্য।