হাতে কাজ নেই, কর দিতে পারছেন না কঙ্গনা
সিনে পর্দার বাইরে সব সময় আলোচনায় থাকতে পছন্দ করেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। তাই তো বিশ্বের যেকোনো প্রান্তের যেকোনো ইস্যুতে নিজের মন্তব্য প্রকাশ করে আলোচনায় থাকতে চান। এ জন্য তাঁকে অনেকে ‘বিতর্কের রানি’ বলেও আখ্যা দেন।
নিজেকে ভারতের সর্বোচ্চ করদাতা অভিনেত্রী দাবি করে কঙ্গনা জানিয়েছেন, তাঁর হাতে কাজ না থাকায় এবার কর দিতে পারেননি তিনি।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর, আজ বুধবার (৯ জুন) নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা দাবি করেছেন, ‘ভারতের সর্বোচ্চ ট্যাক্স প্রদানকারীরা নিজের আয়ের ৪৫% কর দেন। আমিও তাদের মধ্যে পড়ি। এমনকি ভারতের সর্বোচ্চ ট্যাক্স প্রদানকারী অভিনেত্রী হলাম আমি। কিন্তু তা সত্ত্বেও গত বছর হাতে কাজ না থাকার কারণে আমি ট্যাক্সের অর্ধেক অর্থ প্রদান করতে পারিনি।’
সঠিক সময়ে কর দিতে না পারায় সরকার তাঁর ওপর বাড়তি সুদ চাপিয়েছেন, যেটাকে তিনি স্বাগত জানিয়েছেন। লিখেছেন, ‘এখন আমাদের প্রত্যেকের জন্য কঠিন সময় যাচ্ছে। কিন্তু আমরা সবাই একত্র হলে সময়ের থেকেও কঠোর হতে পারব।’
কঙ্গনা রনৌতকে আগামীতে ‘থালাইভি’ সিনেমায় দেখা যাবে। সিনেমাটি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে। এ এল বিজয় পরিচালিত এ সিনেমায় কঙ্গনা ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অরবিন্দ স্বামী, প্রকাশ রাজ, মধু ও ভাগ্যশ্রী।