২০২১ সালে বড় পর্দায় দেখা হচ্ছে : শাহরুখ খান
বলিউড বাদশাহ শাহরুখ খান বড় পর্দায় ফিরছেন। ভারতীয় গণমাধ্যমগুলো একাধিক সূত্রের বরাতে শাহরুখের নতুন সিনেমার খবর জানিয়েছে। শুটিং থেকে শুরু করে সিনেমা মুক্তির খুঁটিনাটি সবকিছু জানালেও সেই সিনেমা নিয়ে আসেনি অফিশিয়াল কোনো ঘোষণা।
তবে নতুন বছরের দ্বিতীয় দিন আজ তিন মিনিট ১৫ সেকেন্ডের একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন শাহরুখ খান। সেখানে চলতি বছরে বড় পর্দায় ফেরার কথা জানিয়েছেন কিং খান। ভিডিও বার্তার শেষে শাহরুখ এই বলে শেষ করেছেন, ‘২০২১ সালে বড় পর্দায় দেখা হচ্ছে।’
শাহরুখের এমন আভাস প্রমাণ করে ভারতীয় পত্রপত্রিকায় তাঁর ‘পাঠান’ সিনেমার যে খবর প্রকাশিত হয়েছে, সেটা সত্য। বলিউড হাঙ্গামার খবরে এই সিনেমার সবশেষ আপডেট হচ্ছে, ২৪ ডিসেম্বর প্রথম অংশের শুটিং শেষ হয়েছে সিনেমাটির। যেখানে শাহরুখ খান শুটিং করেছেন ২০ দিন এবং দীপিকা পাড়ুকোন শুটিং করেছেন পাঁচ দিন। পরিচালক সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় মুম্বাইয়ের যশরাজ স্টুডিওতে আলোচিত এই সিনেমার দৃশ্যধারণ শুরু হয় গত ১৮ নভেম্বর।
‘পাঠান’ টিম অ্যাকশন দৃশ্যের শুটে দুবাই যাচ্ছেন চলতি জানুয়ারিতে। সেখানে অংশ নেবেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। শাহরুখের ‘পাঠান’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে দুবাই যাচ্ছেন বলিউড ভাইজানও।২০২১ সালের দীপাবলিতে মুক্তি পেতে পারে শাহরুখের নতুন এই সিনেমা। যদিও এই সিনেমার সব খবর গোপন রাখতে চাইছে প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস। সে জন্য সিনেমাটি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা খবর দেয়নি তারা।
নতুন বছরের ভিডিও বার্তায় শাহরুখ খান ২০২০ সাল সবার জন্য খারাপ সময় ছিল বলে উল্লেখ করেছেন এবং ২০২১ সাল বড়, আরো ভালো, উজ্জ্বল এবং আরো সুন্দর হতে চলেছে বলে আশা প্রকাশ করেছেন।