৩০ হলে ‘মৃধা বনাম মৃধা’, দেখতে পারেন ‘দ্য ম্যাট্রিক্স’ও
আজ দেশের ৩০ সিনেমা হলে মুক্তি পেয়েছে বাবা-ছেলের পারিবারিক মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের গল্প নিয়ে সিনেমা—‘মৃধা বনাম মৃধা’। আর, রাজধানীর স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে হলিউডের বহুলপ্রতীক্ষিত ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশনস’ সিনেমা।
এ ছাড়া ‘স্পাইডার-ম্যান : নো ওয়ে হোম’ ও ‘মিশন এক্সট্রিম’ চলছে দেশের বেশকিছু সিনেমা হলে।
‘মৃধা বনাম মৃধা’ সিনেমার গল্প এগিয়েছে বাবার চরিত্রে অভিনয় করা তারিক আনাম খানের সঙ্গে ছেলে সিয়াম আহমেদের দ্বন্দ্বের গল্পে। এতে সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেছেন নোভা ফিরোজ। রায়হান খানের সংলাপ ও চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন রনি ভৌমিক। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সানজিদা প্রীতি, নিমা রহমান, মিলন ভট্টাচার্য, তৌফিকুল ইসলাম ইমন, মাসুদুল আমিন রিন্টু প্রমুখ।
যেসব সিনেমা হলে দেখবেন ‘মৃধা বনাম মৃধা’
২২ ডিসেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে ‘দ্য ম্যাট্রিক্স’ সিরিজের চতুর্থ সিনেমা ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশনস’। বাংলাদেশের দর্শকও সিনেমাটি দেখতে পাবেন বড় পর্দায়। আজ স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে সিনেমাটি। ‘দ্য ম্যাট্রিক্স’-এর চতুর্থ পর্বে কিয়ানু রিভস, ক্যারি অ্যান মস ছাড়াও থাকছেন নিল প্যাট্রিক হ্যারিস, জেসিকা হেনউকসহ একঝাঁক জনপ্রিয় হলিউড তারকা এবং বলিউডের জনপ্রিয় নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। আগের তিন পর্বের মতো এবারও পরিচালনায় থাকছেন লানা ওকাভস্কি, আর নিও এবং ট্রিনিটি চরিত্রে থাকছেন জনপ্রিয় অভিনেতা কিয়ানু রিভস ও অভিনেত্রী ক্যারি অ্যান মস।
স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় ও ব্লকবাস্টার সিনেমাসে চলছে বহুলআলোচিত সিনেমা ‘স্পাইডার-ম্যান : নো ওয়ে হোম’। ‘স্পাইডার-ম্যান : নো ওয়ে হোম’ পরিচালনা করেছেন জন ওয়াটস। টম হল্যান্ড ছাড়াও অভিনয় করেছেন জেন্ডায়া, উইলেম ডেফো, জেমি ফক্স প্রমুখ। এই সিনেমাতে ‘স্পাইডার-ম্যান’ বা পিটার পার্কারের ভূমিকায় ফিরেছেন টম হল্যান্ড।
আরিফিন শুভ অভিনীত পুলিশ অ্যাকশন থ্রিলার ‘মিশন এক্সট্রিম’ এখনও চলছে দেশের ছয় সিনেমা হলে। সানী সানোয়ারের সঙ্গে সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘সিটিটিসি’র কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত। গল্প ও চিত্রনাট্য লিখেছেন পুলিশ সুপার সানী সানোয়ার নিজেই।
যেসব সিনেমা হলে দেখবেন মিশন এক্সট্রিম’
স্টার সিনেপ্লেক্স, বসুন্ধরা শপিং মল; স্টার সিনেপ্লেক্স, সীমান্ত সম্ভার; স্টার সিনেপ্লেক্স, সনি স্কয়ার; ব্লকবাস্টার সিনেমাস, যমুনা ফিউচার পার্ক; পুরবি, ময়মনসিংহ; অবকাশ, ফুলবাড়ি।