৩ হাজার ১০০ কোটি টাকার মালিক শিল্পা-রাজ দম্পতি!
পারিবারিক ঝামেলায় রয়েছেন বলিউড ডিভা শিল্পা শেঠি। পর্নোগ্রাফির মামলায় স্বামী রাজ কুন্দ্র পুলিশ হেফাজতে। আদালতের নির্দেশ অনুযায়ী এ মামলার তদন্তের স্বার্থে স্ত্রী শিল্পার বয়ান রেকর্ড করেছে মুম্বাইয়ের অপরাধ দমন বিভাগ।
গত ১৯ জুলাই রাতে মুম্বাই পুলিশ শিল্পার স্বামী রাজ কুন্দ্রকে গ্রেপ্তার করে। পরে আদালত তাঁকে ২৩ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। গত শুক্রবার সেই পুলিশ হেফাজতে থাকার মেয়াদ ২৭ জুলাই পর্যন্ত বাড়িয়েছেন আদালত।
এর আগে এক বিবৃতিতে মুম্বাই পুলিশ জানায়, ২০২১ সালের ফেব্রুয়ারিতে সাইবার অপরাধ দমন শাখায় পর্ন তৈরি এবং কিছু অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়া নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার ভিত্তিতেই রাজ কুন্দ্রকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজ কুন্দ্রের বিরুদ্ধে অভিযোগ, পর্ন (প্রাপ্তবয়স্ক ছবি) বানানোর পাশাপাশি তিনি তা বিশেষ অ্যাপের মাধ্যমে মুঠোফোনে ছড়িয়ে দিতেন। পরে মুম্বাই পুলিশের অপরাধ দমন বিভাগ মুম্বাইয়ের জুহুতে রাজ ও শিল্পার বাড়িতে অভিযান চালায়।
ভারতীয় গণমাধ্যমগুলোর খবর, মুম্বাই পুলিশের অপরাধ দমন বিভাগের একটি দল শিল্পা শেঠিকে জিজ্ঞাসাবাদ করেছে। পুলিশ অভিনেত্রীর কাছে জানতে চেয়েছে, স্বামী রাজ কুন্দ্রের পর্নোগ্রাফি ছবির ব্যবসার অভিযোগ সম্পর্কে তিনি অবগত ছিলেন কি না। শিল্পার বাসভবনে প্রায় ছয় ঘণ্টা অবস্থান করে পুলিশের ওই দল। অবশ্য স্বামীকে নির্দোষ বলে দাবি করেছেন শিল্পা।
বার্তা সংস্থা এএনআইয়ের খবর, মুম্বাই পুলিশ আদালতকে জানিয়েছে, রাজ কুন্দ্র পর্নোগ্রাফি ছবি থেকে আয়কৃত অর্থ অনলাইনভিত্তিক জুয়ায় ব্যবহার করত। আর সে কারণে ইয়েস ব্যাংক ও ইউনাইটেড ব্যাংক অব আফ্রিকায় রাজের অ্যাকাউন্ট তদন্ত করা প্রয়োজন।
সে যা-ই হোক, পুলিশের ভাষ্যে শিল্পা শেঠি স্বামীর পর্ন-কাণ্ডে জড়িত নন। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের ভারতীয় সংস্করণের প্রতিবেদন বলছে, নিজেকে আত্মনির্ভরশীল দাবি করা নিয়ে সব সময় সোচ্চার ছিলেন রাজ কুন্দ্র। তিনি সব সময়ই চেয়েছিলেন ধনী হতে। এবং তাঁর নেট সম্পত্তিও তাক লাগার মতো। বেশ কয়েকটি কোম্পানি রয়েছে তাঁর। গ্রুপকো ডেভেলপারস, টিএমটি গ্লোবাল, ভিভান ইন্ডাস্ট্রিজ, জেএল স্ট্রিম প্রাইভেট লিমিটেড তাঁর স্বনামধন্য প্রতিষ্ঠান।
শিল্পা শেঠি ও রাজ কুন্দ্র দম্পতির সম্পত্তির পরিমাণ কত, জানেন? না জানলে জেনে নিন—
রাজ কুন্দ্র
বিলাসবহুল জীবন যাপন করেন রাজ-শিল্পা দম্পতি। মুম্বাইয়ে এ যুগলের রয়েছে বিলাসবহুল সমুদ্রঘেঁষা বাংলো। এ ছাড়াও তাঁদের অনেক সম্পত্তি রয়েছে। এর আগে পত্রপত্রিকায় খবর বেরিয়েছিল, দুবাইয়ে এ দম্পতি বুর্জ খলিফার একটি ফ্লোরও কিনেছেন। রাজ কুন্দ্রের নেট সম্পত্তির পরিমাণ প্রায় ৩৫০ মিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যা দুই হাজার ৬০০ কোটি রুপি।
শিল্পা শেঠি
চার দশকের বেশি সময় ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছেন শিল্পা শেঠি। বহু নামকরা ব্র্যান্ডের সঙ্গে তাঁর চুক্তি রয়েছে এবং সামাজিক মাধ্যমে সেসব ব্র্যান্ডের প্রচারণা চালান। এ ছাড়া বিভিন্ন টিভি রিয়েলিটি শোয়ে বিচারক হিসেবে প্রচুর অর্থ আয় করেন শিল্পা। শিল্পা-রাজ যৌথভাবে মুম্বাইয়ের একটি জনপ্রিয় রেস্তোরাঁ চালান। শিল্পার নেট সম্পত্তিমূল্য প্রায় ১৩৪ কোটি রুপি।
যদি ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের ভারতীয় সংস্করণের ওই প্রতিবেদন বিশ্বাসযোগ্য হয়, তবে রাজ কুন্দ্র ও শিল্পা শেঠি কুন্দ্রের নেট সম্পত্তিমূল্য দাঁড়ায় দুই হাজার ৭৩৪ কোটি রুপি, বাংলাদেশের মুদ্রায় যা তিন হাজার ১০০ কোটি টাকার বেশি।
যা হোক, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে শিল্পার ‘হাঙ্গামা টু’ সিনেমা। শিল্পা শেঠি ইনস্টাগ্রামে ভক্তদের সিনেমাটি দেখার অনুরোধ করেছেন। তবে সিনেমাটি মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে।