৪৩ কোটি টাকার সম্পত্তি শিল্পা শেঠিকে লিখে দিয়েছেন স্বামী
পর্ন-কাণ্ডে জামিনে থাকা বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্র প্রায় ৪৩ কোটি টাকার সম্পত্তি স্ত্রীর নামে লিখে দিয়েছেন। এই সম্পত্তির তালিকায় আছে তাঁর মুম্বাইয়ের জুহুর এলাকার পাঁচটি ফ্ল্যাট।
টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, মুম্বাইয়ের জুহুর এলাকার ওশান ভিউ ভবনের মোট পাঁচটি ফ্ল্যাট এবং পুরো বেসমেন্টটি শিল্পা শেঠিকে লিখে দিয়েছেন রাজ কুন্দ্র। এই সম্পত্তির মূল্য সাড়ে ৩৮ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৪৩ কোটি টাকার বেশি। এই সম্পত্তির বর্তমান বাজারদর প্রতি বর্গফুট আনুমানিক ৬৫ হাজার রুপি।
স্কয়ার ফিট ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা বরুণ সিং জানিয়েছেন, শিল্পা শেঠির কাছে স্থানান্তরিত সম্পত্তির মোট এলাকা ৫ হাজার ৯৯৬ বর্গফুট। শেঠির ট্রান্সফার ডিডের ওপর ১.৯ কোটি রুপির স্ট্যাম্প ডিউটি দিয়েছেন। চলতি বছরের ২১ জানুয়ারিতে নথিগুলো রেজিস্ট্রি করা হয়েছে।
পর্ন-কাণ্ডের ছয় মাস পর স্ত্রীকে নিজের সম্পত্তি লিখে দেওয়ার সিদ্ধান্ত নিলেন ব্যবসায়ী রাজ কুন্দ্র।
বর্তমানে শিল্পা শেঠি সনি টিভির ‘ইন্ডিয়াস গট ট্যালেন্ট’ অনুষ্ঠানের বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন।