৫০ দিনে ১২৪০ কোটি, কাল থেকে অ্যামাজন প্রাইমে
বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়েছে ‘কেজিএফ : চ্যাপ্টার টু’। বিশ্বব্যাপী ঝড় তুলেছে এ সিনেমা। কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিকে এ সিনেমা নিয়ে গেছে অনন্য উচ্চতায়।
বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট ডটকমের খবর, ‘কেজিএফ : চ্যাপ্টার টু’ মুক্তি পায় ১৪ এপ্রিল। মুক্তির ৫০ দিনে সিনেমাটি বিশ্ব বক্স অফিসে সংগ্রহ করেছে ১২৪১.১০ কোটি রুপি (গ্রস)।
এর আগে আমির খান অভিনীত ‘দঙ্গল’ এবং এস এস রাজামৌলি পরিচালিত ও প্রভাস অভিনীত ‘বাহুবলি : দ্য কনক্লুসন’ সিনেমা ১২০০ কোটির ক্লাবে প্রবেশ করে।
তার আগে আরেক রেকর্ড গড়ে রকি ভাই। প্রথম কন্নড় সিনেমা হিসেবে দক্ষিণ কোরিয়ায় প্রদর্শন হয় এ সিনেমা। প্রথম দিনের সংগ্রহে কেরালা বক্স অফিসে মেগাস্টার মোহনলালের সিনেমার রেকর্ড ভাঙে রকি ভাই।
১০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করেছেন বিজয় কিরাগান্দুর।
বলিউড হাঙ্গামার খবর, ৩ জুন থেকে অ্যামাজন প্রাইম ভিডিয়োতে স্ট্রিমিং হচ্ছে প্যান-ইন্ডিয়া ব্লকবাস্টার ‘কেজিএফ : চ্যাপ্টার টু’। কন্নড়, হিন্দি, তামিল, তেলেগু ও মালয়ালাম ভাষায় দেখতে পাবেন দর্শক। ভারতসহ ২৪০ দেশ ও অঞ্চলে ঘরে বসে দেখতে পারবেন প্রাইম সদস্যরা।
‘কেজিএফ : চ্যাপ্টার টু’ সিনেমায় ইয়াশ ওরফে রকি ভাই মুখোমুখি হয়েছেন খলনায়ক সঞ্জয় দত্ত ওরফে আধীরার সঙ্গে। প্রশান্ত নীলের রচনা ও পরিচালনায় সঞ্জয় দত্ত ছাড়াও এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রাভিনা ট্যান্ডন, প্রকাশ রাজ ও শ্রীনিধি শেঠি।
২০১৮ সালে মুক্তি পায় ‘কেজিএফ : চ্যাপ্টার ওয়ান’ সিনেমা, যা বিশ্বজুড়ে তুমুল সাড়া ফেলেছিল। সাফল্যের ধারাবাহিকতায় এর তৃতীয় কিস্তিও নির্মাণ হবে, সেই ইঙ্গিত মিলেছে পরিচালক প্রশান্ত নীল ও ইয়াশের তরফে।