৫০ দিন পর শুটিংয়ে শাকিব, দুই ঘণ্টা দেরিতে মহরত
মঙ্গলবার সকাল ১১টা ৪৮ মিনিটে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে হাজির ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। সিনেমার নায়ক কেন নাটকপাড়া উত্তরায়, এই প্রশ্ন যাঁদের মনে; তাঁদের জন্য উত্তর—‘লিডার : আমিই বাংলাদেশ’ সিনেমার শুট শুরু হচ্ছে আজ।
শুটিং ও মহরত অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল সকাল ১১টায়। সেই অনুষ্ঠান শুরু হলো প্রায় দুই ঘণ্টা দেরি করে দুপুর ১২টা ৫৬ মিনিটে। সেখানে কলাকুশলীদের সঙ্গে উপস্থিত ছিলেন সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়ার শীর্ষ কর্মকর্তারা।
‘অন্তরাত্মা’ সিনেমার পর দীর্ঘ ৫০ দিনের মাথায় আজ শুটিংয়ে ফিরলেন শাকিব খান। মহরত অনুষ্ঠানে শাকিব জানিয়েছেন, ‘আজ থেকে এই ছবির যাত্রা শুরু হলো। সবাই দোয়া করবেন, ভালোভাবে কাজটা যেন সম্পন্ন হয়। যারা ইউনিটে আছে, সবাই খুব স্পিডে সহযোগিতার সাথে কাজটি করবেন। সে শুভ কামনাই করছি।’
আয়োজনে জানানো হয়েছে, টানা ৩০ দিন শুটিংয়ের পরিকল্পনা রয়েছে। বাকিটা পরিস্থিতির ওপর নির্ভর করবে। আর সব ঠিক থাকলে পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাবে সিনেমাটি।
‘লিডার : আমিই বাংলাদেশ’ সিনেমার মাধ্যমে দীর্ঘ দিন পর শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা শবনম বুবলী। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য করেছেন দেলোয়ার হোসেন দিল। আর সিনেমাটি পরিচালনা করছেন তরুণ নাট্যনির্মাতা তপু খান। নাটক নির্মাণে তেমন সাড়া না পেলেও দেশের শীর্ষ নায়ককে নিয়ে সিনেমা নির্মাণ করে তপু খান সফলতা পান কি না, সেটাই এখন দেখার বিষয়।