৮১ দিনের মুম্বাই সফরে শুভ, যা বলেছেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘বঙ্গবন্ধু’। শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন ১৭ মার্চ থেকে দুই ঘণ্টা ২০ মিনিট ব্যাপ্তির সিনেমাটির শুট শুরু হওয়ার কথা থাকলেও করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় সিনেমাটির শুট স্থগিত করা হয়।
এরপর বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিনের বরাতে এনটিভি অনলাইন গেল বছরের ৬ ডিসেম্বর জানিয়েছিল, মুম্বাইয়ে সিনেমাটির শুটিং শুরু হচ্ছে জানুয়ারি থেকে। সেই লক্ষ্যে আগামী ১৯ জানুয়ারি দেশ ছাড়ছেন এই সিনেমায় অভিনয় করতে যাওয়া দলের একাংশ।
শুটিংয়ে অংশ নেওয়ার আগে এই সিনেমার কলাকুশলীদের ২০ জনের একটি দল সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। ৯ জানুয়ারি প্রধানমন্ত্রীর বাসভবনে বিকেল সাড়ে ৩টা থেকে প্রায় সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে সেই সাক্ষাৎ। সেখানে শেখ হাসিনা তাঁদের শুভকামনা জানিয়েছেন এবং বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা।
এই সাক্ষাৎ শেষ করে সিনেমাটির কেন্দ্রীয় বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করতে যাওয়া জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা আরিফিন শুভ এনটিভি অনলাইনকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ‘কী বলব আসলে, সেটাই বুঝতে পারছি না। তিন-চার ঘণ্টা ছিলাম আমরা।’
প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হলো, যা মনে দাগ কেটেছে? এমন প্রশ্নে শুভর উত্তর, ‘তিন-চার ঘণ্টা পর উনি চলে যাচ্ছিলেন, সবাই সামনের দিকে ছিল, বাই বলছিলেন; আমি দূরে দাঁড়িয়ে উনাকে দেখছিলাম। উনি যাওয়ার সময় বললেন, আমার আব্বা কোথায়? আমি এগিয়ে গেলাম, সালাম দিলাম, খোদা হাফেজ বললাম। এটা মনে থাকবে...।’
এরপর শুভ আরো যুক্ত করেছেন, ‘আজকে হঠাৎ করে আমার ফ্ল্যাশব্যাক হচ্ছিল... অতীত... যে ছেলেটা ২৫৭ টাকা নিয়ে ঢাকায় এসেছিল, সে কোনোদিন ভাবেনি পিএম তাঁর নাম ধরে ডাকবেন।’
শুটিং প্রসঙ্গে শুভ এনটিভি অনলাইনকে জানিয়েছেন, ‘১৯ জানুয়ারি সিনেমাটির একটি অংশ দেশ ছাড়ছেন। যাঁদের যখন কাজ তাঁরা তখন যাবেন, এমন না আমরা একসঙ্গে পুরো টিম যাচ্ছি। শুটিং শুরু হবে ২৫ জানুয়ারি থেকে, এর আগে ওয়ার্কশপ। আমার ১০ এপ্রিল পর্যন্ত টানা সেখানে থাকা লাগবে।’
গেজেটে ঘোষিত প্রাথমিক তালিকা অনুসারে ‘বঙ্গবন্ধু’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করবেন নুসরাত ইমরোজ তিশা।
সিনেমাটি পরিচালনা করবেন বলিউডের আলোচিত নির্মাতা শ্যাম বেনেগাল। সহযোগী পরিচালক হিসেবে কাজ করবেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্ব পেয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।