বাবাকে ছাড়া স্বাগতার প্রথম জন্মদিন
জনপ্রিয় তারকা স্বাগতার আজ জন্মদিন। তবে এবারই প্রথম বাবাকে ছাড়া পালন করতে হচ্ছে বিশেষ দিনটি। স্বাগতার বাবা বরেণ্য শিক্ষক ও সংগীত পরিচালক খোদাবক্স সানু। বাবা আর মেয়ের জন্মদিন একই দিনে। তাই স্বাগতার খুব বেশি করেই মনে পড়ছে বাবাকে। গত বছর ১৭ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান স্বাগতার বাবা। এ প্রসঙ্গে স্বাগতা এনটিভি অনলাইনকে বলেন, ‘এবারই প্রথম বাবাকে ছাড়া জন্মদিন পালন করছি। বাবাকে অনেক বেশি মিস করছি। বাবা ছিলেন আমার জীবনের রিয়েল হিরো। আমি আজকের তারকা শুধুমাত্র আমার বাবার জন্য।’
শৈশবের জন্মদিন পালনের স্মৃতিচারণা করে স্বাগতা বলেন, ‘ছোটবেলায় বাবা আর আমি একসঙ্গে কেক কাটতাম। কখনো আলাদা করে কেক কাটা হয়নি। কেকের ওপর লেখা থাকত ‘সানু এবং স্বাগতার জন্মদিন’।
স্বাগতা আরো বলেন, ‘আমি বড় হওয়ার পর আমাদের জন্মদিনের কেক সন্ধি এবং সভ্যতা নিয়ে আসত। বরাবরের মতোই আমি আর বাপি একসঙ্গে কেক কাটতাম।’ স্বাগতা জানান, এবারের জন্মদিনটা শুরু হয়েছে তাঁর টিভিতে লাইভ অনুষ্ঠানে অংশ নিয়ে।
মকর রাশির এই তারকা অভিনেত্রী সব সময় অস্থির প্রকৃতির। কারণ জানতেই তিনি বলেন, ‘সব দোষ আমার রাশির, কারণ মকর রাশির মেয়েরা কখনো এক জায়গায় স্থির থাকতে পারে না।’ স্বাগতা একাধারে অভিনয়শিল্পী, সঙ্গীতশিল্পী এবং সুযোগ পেলে ছবিও আঁকেন। বর্তমানে তিনি উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নিচ্ছেন।