শিরিনের ‘গানওয়ালী’
দীর্ঘদিন পর আবার নতুন গান নিয়ে হাজির হলেন কণ্ঠশিল্পী শিরিন জাওয়াদ। ‘গানওয়ালী’ শিরোনামের গানটির কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন আভ্রাল সাহির। গানের পাশাপাশি নির্মাণ করা হয়েছে মিউজিক ভিডিও। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন শিল্পী নিজেই। সিডি চয়েসের ব্যানারে নির্মিত মিউজিক ভিডিওটি মুক্তি দেওয়া হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানের নিজস্ব ইউটিউব চ্যানেলে।
মিউজিক ভিডিও সম্পর্কে শিরিন এনটিভি অনলাইনকে বলেন,‘আমি সবসময় চাই দর্শকদের নতুন কিছু উপহার দিতে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। গানটি শুনলেই নাচতে ইচ্ছে করবে। আর মিউজিক ভিডিওটিও মনোমুগ্ধকর। বলতে পারেন ‘গানওয়ালী’ আমার শ্রোতা দর্শকদের নতুন বছরের উপহার।’
এদিকে আভ্রাল সাহির এনটিভি অনলাইনকে বলেন, ‘এই গান আমার জন্য ছিল একটি চ্যালেঞ্জ। অনেক সাহস আর পরিশ্রম করে গানটি করেছি। শিরিন আপুর কাছে কৃতজ্ঞতা জানাতে চাই গানটির কথা, সুর ও সঙ্গীতায়োজন করার সুযোগ দেওয়ার জন্য।’
‘গানওয়ালী’ সম্পর্কে সিডি চয়েসের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল বলেন, “অনেক দিনের ইচ্ছে ছিল শিরিন আপুর গান করার। এর মাধ্যমে সেটা পূরণ হলো। আশা করি সবার ‘গানওয়ালী’ ভালো লাগবে।”
এর আগে শিরিন ‘পাঞ্জাবিওয়ালা’,‘মাতওয়ালি’ শিরোনামে গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন।