ভালোবাসা দিবসে তাহসান-তিশা
তাহসান ও তিশা, দুই জগতের তারকা, তারপরও বহুদিন পর আবারও তাঁদের একসঙ্গে দেখা যাবে ছোটপর্দায়। কবে? এই তো ভালোবাসা দিবসের এক নাটকে।
আসছে ১৪ ফেব্রুয়ারি ভ্যালেনটাইন ডে উপলক্ষে ‘স্টোরি অব থাউজেন্ড ডেইস’ নামে এক পর্বের নাটকটি নির্মাণ করেছেন পরিচালক মাবরুর রশিদ বান্না।
নাটকটিতে একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন এ প্রজন্মের প্রিয় দুই মুখ তাহসান ও তিশা।
নাটকটির শুটিং রাজধানীর গুলশান ক্লাব পার্কসহ, উত্তরা, ধানমন্ডি ও হাতিরঝিলের বেশ কিছু জায়গায় করা হয়েছে।
পার্কে শুটিং কেন? এমন প্রশ্নের জবাবে পরিচালক জানান, ‘এটি একটি প্রেমের গল্প। নাটকে তাহসানের সঙ্গে তিশার প্রথম পার্কে দেখা হয়। নাটকটির চিত্রনাট্যে তাহসান পার্কে বসে তিশাকে ভালোবাসার প্রস্তাব দেন। তাই এই স্পটটি বেছে নিয়েছি।’
তাহসান-তিশার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন জানতে চাইলে পরিচালক জানান, ‘তাহসান, তিশা দুজনেই অনেক সিনিয়র শিল্পী। তাঁদের সঙ্গে কাজ করে অনেক মজা পাই।’
তাহসান বলেন, ‘তিশা ও বান্নার সঙ্গে এর আগেও আমি কাজ করেছি। আগের নাটকের মতোই দর্শক এই নাটকটি ভালোভাবে গ্রহণ করবে। নাটকটির নির্মাণ অনেক ভালো হয়েছে।’
‘স্টোরি অব থাউজেন্ড ডেইস’ নাটকটিতে তাহসান, তিশা ছাড়াও আরো অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, শাওন ও রনি।
নাটকটি ভ্যালেনটাইন ডে-তে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে বলে জানান পরিচালক মাবরুর রশিদ বান্না।