ছেলের নাম নিয়ে মুখ খুললেন সাইফ!
তৈমুর আলি খান পাতৌদি জন্মের পরপরই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আর হবেই বা না কেন, যার মা বলিউড ডিভা কারিনা কাপুর আর বাবা নায়ক সাইফ আলি খান, সে তো সেলিব্রেটি হবেই! তবে আরো একটি কারণে এই ছোট নবাব খবরের শিরোনাম হয়েছে। তা হলে তার নাম, যা প্রকাশ হওয়ার পর নানাজনের নানা মত দেখা গেছে। বেশ অনেক দিন শোরগোল ছিল সামাজিক মাধ্যমে। কারণ, মধ্য এশিয়ার স্বৈরাচারী শাসকের নাম ছিল তৈমুর লং। নামের মিল হওয়ায় ফেসবুক বা টুইটারে কটু কথা বলতেও ছাড়েননি অনেকে।
অবশেষে ছেলের নাম নিয়ে মুখ খুললেন সাইফ আলি খান, যা প্রকাশ করা হয়েছে জুমটিভির একটি প্রতিবেদনে।
সাইফ বলেছেন, ‘সোশ্যাল মিডিয়ায় এটা পরিষ্কার বোঝা গেছে যে মানুষ কী ভাবে। এখানে অনেকেই ছদ্মনামে রয়েছেন, এর ফলে তারা যা ইচ্ছা তাই লিখতে পারেন এবং মাঝেমধ্যে তারা অনেক বেশি নোংরামিও করে ফেলেন। এর মানে এই নয় যে ২০, ৩০ বা ৪০ বছর আগে মানুষ এভাবে ভাবত না। তবে তখন তাদের কাছে কোনো প্ল্যাটফর্ম ছিল না।’
সাইফ আলি খান আরো বলেন, ‘অনেকেই মনে করেন, আমাদের দেশ নাকি ধীরে ধীরে ডানপন্থী ও ফ্যাসিস্ট হয়ে যাচ্ছে এবং আমাদেরও এ ভয় হচ্ছে। তারপর তৈমুরকে নিয়ে একটা অপ্রয়োজনীয় নাটক হলো। এসব নিয়ে আমি কিছু বলতে চাইনি। আমি মনে করি, এখানে আমার কিছুই বলার নেই। কারণ, অনেক মানুষই আবার বিষয়টি নিয়ে বিচক্ষণভাবে ও খোলা মনে কথা বলেছেন।’
‘হ্যাঁ, এটা ঠিক যে কিছু মানুষ নামকরণ নিয়ে বিরোধিতা করেছেন, সেটা তারা করেছেন শুধু মধ্যযুগের ইতিহাসের দিকে তাকিয়ে। আমার কাছে এটা খুব হাস্যকর, আর এটা আমার হয়ে অনেকেই বলেছেন। আমি বিশ্বাস করি, আমরা ডানপন্থী সমাজে বসবাস করি না। এখনো সেটা হয়নি। ভারত এখনো উদার, আর এ দেশের মানুষ এখনো খোলা মনের।’ এমনটাই মনে করছেন সাইফ।
তৈমুর নাম রাখার কারণ ব্যাখ্যা করে সাইফ বলেন, ‘কারিনা ও আমার এই নাম শুনে ভালো লেগেছে এবং এর অর্থও ভীষণ পছন্দ হয়েছে। আমি শাসক তৈমুরের বিষয়ে অবগত ছিলাম।’