সাবেকদের ‘না’, অন্য কাউকে বিয়ে করছেন কঙ্গনা!
সাবেক প্রেমিকরা এখনো খোঁজখবর রাখেন, ফিরতে চান। তবে যারা সাবেক, তাঁরা সাবেকই। ভালোবাসা দিবসে টাইমস অব ইন্ডিয়ায় দেওয়া এক সাক্ষাৎকারে নিজের সাবেক প্রেমিকদের সম্পর্কে এমন মন্তব্য করেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। টাইমস অব ইন্ডিয়ার বরাত দিয়ে এনডিটিভি প্রকাশ করেছে এই প্রতিবেদন।
‘কুইন’ খ্যাত এই অভিনেত্রী বলেন, ‘যখন আমি কোনো সম্পর্কে থাকি, তখন পুরোপুরি সেই সম্পর্কের ভেতরেই থাকি। তবে যদি সেটা শেষ হয়ে যায়, আমি আর ফিরে তাকাই না। সাবেক প্রেমিকদের কাছে ফিরে না যাওয়ার রেকর্ড আমার রয়েছে। তাদের সঙ্গে আমি আর দেখাও করি না।’
২৯ বছর বয়সী কঙ্গনা বেশ খোলামেলা ভঙ্গিতেই সাবেক প্রেমিকদের কটাক্ষ করে বলেন, ‘আমার সব সাবেক বয়ফ্রেন্ডরা আমাকে ফিরে পেতে চায়, এটাও একটি রেকর্ড।’
বলা হয় অভিনেতা আদিত্য পাঞ্চলি ও অধ্যয়ন সুমন ছিলেন কঙ্গনার সাবেক প্রেমিক। কিছুদিন আগেও কঙ্গনা দাবি করেছিলেন বি টাউনের নামকরা নায়ক হৃতিক রোশানের সঙ্গেও না কি তার প্রেম ছিল। তবে এমন দাবি সজোরেই নাকচ করেছিলেন হৃতিক রোশান। এ নিয়ে আইনি ঝামেলাও হয়েছিল গত বছর।
সম্পর্ক যত দিনেরই হোক না কেন, ঝামেলা হলে সেখান থেকে বেরিয়ে আসার পথ ঠিকই জানা রয়েছে কঙ্গনার। তিনি বলেন, ‘আমি একটি সম্পর্ক শেষ করতে এক সপ্তাহ সময় নিই, যদি সেটা সাত বছরের সম্পর্কও হয় সেটার ক্ষেত্রেও। আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি জীবনে অনেক কিছু রয়েছে।’
‘আমি সম্পর্ক থেকে খুব সহজে বেরিয়ে আসতে পারি, কারণ যখন সম্পর্কে থাকি তখন আমি এতে সবটুকু দিয়ে থাকি এবং যদি এটি কাজ না করে তাহলে আমি জানি এ ক্ষেত্রে আমার আর কিছুই করার নেই।’ এমনটাই বলেন কঙ্গনা।
কঙ্গনা আরো জানান, এখন তিনি একটি সম্পর্কে আছেন এবং এই বছরই বিয়ে করার আশা করছেন। কঙ্গনা কার সঙ্গে ‘ডেটিং’ করছেন তা প্রকাশ না পেলেও তিনি জানান, এখন এমন এক ভালোবাসার মধ্যে তিনি রয়েছেন যা মানুষকে সর্বোচ্চ সুখের অনুভূতি দেয়, আর দেয় মুক্তি।
সামনেই আসছে কঙ্গনার নতুন ছবি ‘রেঙ্গুন’। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাহিনী নিয়ে ‘বিশুদ্ধ ভালোবাসার’ এই ছবিটিতে তিনি অভিনয় করেছেন জুলিয়া সেরেসের চরিত্রে। ত্রিভুজ প্রেমের এই কাহিনীতে কঙ্গনার সঙ্গে অভিনয় করেছেন সাইফ আলী খান ও শহীদ কাপুর। বিশাল ভরদ্বাজ পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী ২৪ ফেব্রুয়ারি।