শাকিবের বিপরীতে চুক্তিবদ্ধ ছবিটি করবেন না ইমু
‘জানে মন তুই জীবন’ নামের একটি ছবিতে নায়ক শাকিব খানের বিপরীতে চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় উঠে আসেন নবাগত নায়িকা আলভিরা ইমু। কিন্তু হঠাৎ করেই সিদ্ধান্ত নেন এই ছবি তিনি করবেন না। কারণ হিসেবে ইমু বলেন, ‘আমি খুব বেছে কাজ করতে চাই। প্রথম থেকেই বলছি শত শত ছবির নায়িকা হওয়ার ইচ্ছা আমার নেই। আমি এমন ছবির নায়িকা হতে চাই, যে ছবি আমি মা-বাবাকে সঙ্গে নিয়ে দেখতে পারব। বিয়ে করার পরও যেন সেসব ছবি আমার স্বামী-সন্তান নিয়ে দেখতে পারি, এমন ছবিতেই কাজ করতে চাই। নায়িকা মানে কারো গৃহপালিত পশু নই যে দড়ি ধরে টান দিলেই সেদিকে ছুটতে হবে। আমি কারো প্রতি অভিযোগ করছি না। তবে এটুকু বলব, ভালো পরিবারের ছেলেমেয়েরা যদি বাংলাদেশ চলচ্চিত্রে কাজ করতে না পারে, তাহলে আমাদের চলচ্চিত্র কোনো দিনই উঠে দাঁড়াতে পারবে না।’
একেবারেই কি চলচ্চিত্রকে বিদায় জানাবেন? এমন প্রশ্নের জবাবে ইমু বলেন, ‘না আমি জীবনে কোনো দিন কোনো কাজে হার মানিনি, এখন তো প্রশ্নই আসে না। সারা বাংলাদেশে অনেক প্রতিভা আছে, যারা আমার মতো চলচ্চিত্র থেকে পালিয়ে বাঁচতে চায়। আমি তাদের জন্য একটা শক্ত প্লাটফর্ম তৈরি করতে চাই। যারা পরিবারের সবাইকে সাথে নিয়ে ছবি দেখতে চায় তাদের জন্য ছবি বানাতে চাই। আমি চলচ্চিত্রের জন্য এমন প্রতিষ্ঠান করতে চাই যেখানে বাংলাদেশের জন্য চলচ্চিত্র নির্মাণ হবে। আজকাল তো মজা একটু বেশি করার জন্য ছবিতে নায়িকা দুজন বেশি রেখে ছবি বানানো হয়। যেখানে গল্প ঠিক থাকে না। পাঁচটি ছবির গল্প একসাথে জুড়ে দিলেই ছবি হয় না। আমি চলচ্চিত্র নিয়ে জেনেবুঝেই এসেছি এবং দেখেছি অনেক প্রতিভা আছে যাদের ভালো কাজ করার যোগ্যতা আছে। কিন্তু তারা ছবি বানাবার সুযোগ পাচ্ছে না। কারণ এখন যারা ছবি বানাচ্ছে তারা নিজেদের লাভটাই বড় করে দেখে। দেশের কথা চিন্তা করে ছবি বানায় না। আমার বিশ্বাস আমরা পারব। বাংলাদেশে এখনো অনেক মানুষ আছে, যারা শুধুই ছবি নিয়ে কাজ করতে চায়। আমি তাদের নিয়েই কাজ করব।’
আপনার প্রতিষ্ঠান থেকে আপনি যে ছবি করবেন সেখানে নায়িকা হিসেবে কাজ করবেন নাকি পরিচালক? জবাবে ইমু বলেন, ‘আমি প্রতিষ্ঠানের পরিচালক থাকব, ছবির নয়। যাঁরা মান-সম্মান নিয়ে কাজ করতে চান তাঁদের নিয়ে কাজ করব। অনেক গুণী ছেলেমেয়ে আছেন, যাঁরা কম্প্রোমাইজ করতে হবে বলে কাজ করতে পারছেন না। আমি তাঁদের নিয়ে কাজ করতে চাই। আমার নায়িকাই হতে হবে এমন কোনো কথা নেই। কিন্তু চলচ্চিত্রকে ভালোবেসে যদি কেউ চলচ্চিত্র নির্মাণ করেন তবে সেটা মানুষ দেখবে। নতুন দর্শক তৈরি হবে। মনে রাখতে হবে, একটি দেশের চলচ্চিত্র ওই দেশের চরিত্র বহন করে। অথচ, আমাদের দেশের ছবি দেখলে কেউ বুঝবে না, এটা এই দেশের ছবি। ‘গোলাপী এখন ট্রেনে’, ‘ওরা এগার জন’, ‘জীবন থেকে নেয়া’র মতো অনেক ছবি আছে যেগুলো এখনো মানুষ দেখে। দোয়া করবেন, খুব তাড়াতাড়ি সংবাদ সম্মেলন করে প্রতিষ্ঠানের বিষয়ে ঘোষণা দেব।’
‘জানে মন তুই জীবন’ নামের ওই ছবিটি সন্ধানী কথাচিত্রের ব্যানারে পরিচালনা করছেন শাহ আলম মণ্ডল। এই ছবিতে শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে নেওয়া হয়েছিল ইমুকে।