আবারও জুটি বাঁধছেন অভিষেক-ঐশ্বরিয়া?
বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনকে বহুদিন পর আবারও একসঙ্গে দেখা যেতে পারে বড় পর্দায়। টাইমস অব ইন্ডিয়ার তথ্যমতে, নির্মাতা অনুরাগ কশ্যপের ছবি ‘গুলাব যমুন’ দর্শকদের সামনে হাজির করতে পারে এক সময়ের জনপ্রিয় এই অন-স্ক্রিন জুড়িকে।
বিয়ের আগে ঐশ্বরিয়া- অভিষেক জুটি অভিনয় করেছিলেন ‘ধাই অক্ষর প্রেম কে’, ‘কুছ না কহো’, ‘উমরাও জান’, ‘গুরু’ ছবিতে। ২০০৭ সালে ‘রিল লাইফ’ থেকে ‘রিয়েল লাইফ’ জুটি হওয়ার পর তাঁরা অভিনয় করেন রাম গোপাল ভার্মার ‘সরকার রাজ’ ছবিতে। এখানে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চনও। এর পর তাঁদের দেখা যায় মনিরত্নমের ছবি ‘রাবণ’-এ, যেটি ব্যবসাসফল না হলেও পেয়েছিল দর্শকপ্রিয়তা। মনিরত্মমের আরেকটি ছবিতে কাজের কথা শোনা গেলেও সেটি শেষতক মাঠে গড়ায়নি।
ঐশ্বরিয়া ও অভিষেক একসঙ্গে কাজ করেছিলেন যশরাজ ফিল্মসের ছবি ‘ধুম ২’-এ। এ ছবিতে অবশ্য ঐশ্বরিয়ার বিপরীতে অভিনয় করেছিলেন বলিউডের আরেক তারকা হৃতিক রোশন। এর আগে ‘বান্টি অউর বাবলি’ ছবিতে একটি আইটেম গানে অভিষেক ও বিগ বি অমিতাভ বচ্চনের সঙ্গে নাচতে দেখা যায় ঐশ্বরিয়াকে।
২০১৬ সালে করন জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে ঐশ্বরিয়াকে দেখা যায় বড় পর্দায়। এখানে রণবীর কাপুর ও আনুশকা শর্মা ছিলেন তাঁর সহশিল্পী। ২০১০ সালে সঞ্জয় লীলা বনসালির ছবি ‘গুজারিশ-এর পর সন্তান আরাধ্যকে লালনপালনের জন্য কিছুদিনের বিরতি নেন। আরাধ্যর বয়স এখন পাঁচ। ২০১৫ সালে সঞ্জয় গুপ্তের ‘জ্যযবা’ ছবি দিয়ে ঐশ্বরিয়া আবারও চলচ্চিত্রে ফেরেন। এরপর তিনি অভিনয় করেন ‘সর্বজিৎ’ ছবিতে।
এখনো অনুরাগের ছবি ‘গুলাব যমুন’-এ অভিনয়ের বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেননি এই দম্পতি। অনুরাগও এ বিষয়ে আপাতত মুখ বন্ধই রেখেছেন।